নয়াদিল্লি: কপিল দেব আগেই বিরোধিতা করেছিলেন। এবার শোয়েব আখতারের প্রস্তাবকে হাস্যকর বললেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল। তিনি সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘সবাই জানে শোয়েব আখতার হাসিখুশি ও মেজাজী মানুষ। মাঝেমধ্যেই তিনি এই ধরনের প্রস্তাব ও ভাবনার কথা জানান। এই পরিস্থিতিতে তিনি যদি করোনা ভাইরাস মোকাবিলায় ভারত ও পাকিস্তান দু’দেশকেই সাহায্য করার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে ক্রিকেট ম্যাচের কথা বলেন, তাহলে সেটা মজার বিষয়। আমরা আইপিএল-ই আয়োজন করতে পারিনি। এখন কে খেলা দেখতে আসবে, কে-ই বা খেলোয়াড়দের মাঠে গিয়ে খেলার অনুমতি দেবে!’


শুক্ল আরও বলেছেন, ‘ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। দেশের এই পরিস্থিতিতে কে ম্যাচ আয়োজন করবে? পাকিস্তানের অবস্থা আরও খারাপ। তাই এই পরিস্থিতিতে শোয়েবের মন্তব্য হাস্যকর।’

গতকাল শোয়েব বলেন, ‘আমি চাই ভারত-পাকিস্তান একটি সিরিজ খেলুক। মাঠে কোনও দর্শককে প্রবেশ করতে দেওয়ার দরকার নেই। শুধু টেলিভিশনে ম্যাচ সম্প্রচার করা হোক। তিনটি একদিনের ম্যাচ বা টি-২০ ম্যাচ হোক। আমি বুঝতে পারছি না এই প্রস্তাব খারাপ কেন।’ তবে কপিলের পর শুক্লও শোয়েবের এই প্রস্তাবের বিরোধিতা করলেন।