মুম্বই: গত ১১ অগাস্ট মুক্তি পেয়েছে আমির খানের (Aamir Khan) 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। ছবিটি ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কেউ প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তো কোথাও ছবিটিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। শিখ জনজাতি থেকে আর্মিদের নিয়ে দেখানো বিভিন্ন ইস্যুকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। তার জেরে নেট মাধ্যমে বয়কট লাল সিং চাড্ডা ট্রেন্ডিং করেন নেটিজেনদের একাংশ। এবার বি টাউনের বেশ কিছু তারকা আমির খানের ছবিকে প্রশংসায় ভরিয়ে দিলেন।
'লাল সিং চাড্ডা'র প্রশংসায় পঞ্চমুখ হৃত্বিক থেকে ফারহান-
এদিন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন (Hrithik Roshan) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'লাল সিং চাড্ডা'র রিভিউ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'সবে মাত্র দেখা শেষ করলাম 'লাল সিং চাড্ডা'। আমার হৃদয় ভরে গেল। কম-বেশি নানা দিক থেকে দেখতে গেলে এই ছবি এককথায় অসাধারণ। এমন অসাধারণ ছবি দেখতে কেউ মিস কোরো না বন্ধুরা। যাও যাও। এখনই গিয়ে ছবিটা দেখো। এটা খুব সুন্দর ছবি। অসাধারণ সুন্দর।' বলিউড ডিভা করিনা কপূর খান আবার হৃত্বিক রোশনের সেই পোস্টটিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন।
আরও পড়ুন - Raju Srivastava Health: কেমন আছেন রাজু শ্রীবাস্তব? জানাচ্ছেন তাঁর ভাইপো
ছবি নির্মাতা এবং অভিনেতা ফারহান আখতারও আমির খানের 'লাল সিং চাড্ডা'কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ফারহান আখতার লিখেছেন, 'সত্যিই কী অসাধারণ সিনেমা। 'ফরেস্ট গাম্প'-এর মতো ছবির অফিশিয়াল রিমেক তৈরি করা এতটাও সহজ নয়। কিন্তু লাল সিং সেই কাজটাই করে দেখিয়েছে। ছবির সঙ্গে জড়িয়ে থাকা সকলকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।'
আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবিটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। জানা যায়, ছবিটি তৈরি করতে প্রায় ৩ বছর সময় লেগেছে। এছাড়াও আসল ছবির সত্ত্ব পেতে প্রায় ৮ বছর সময় লেগেছে। 'লাল সিং চাড্ডা'তে আমির খানের বিপরীতে দেখা গিয়েছে করিনা কপূর খানকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোনা সিংহ। দক্ষিণী তারকা নাগা চৈতন্য এই ছবি দিয়েই বলিউডে পা রাখলেন।
'লাল সিং চাড্ডা' বক্স অফিস কালেকশন-
অন্যদিকে, আজ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'লাল সিং চাড্ডা' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, 'তৃতীয় দিনে 'লাল সিং চাড্ডা'র সামান্য উন্নতি। সপ্তাহ শেষের দিন বলে এই উন্নতি। কিন্তু এটাই যথেষ্ট নয়। দ্রুত আরও বেশি ব্যবসা জরুরি। তিনদিনের মোট আয়ও এখনও অনেকটাই কম। বৃহস্পতিবার এই ছবি ব্যবসা করেছে ১১.৭০ কোটি টাকার। শুক্রবার ব্যবসা করেছে ৭.২৬ কোটি টাকার। এবং শনিবার এই ছবি ব্যবসা করেছে ৯ কোটি টাকার। তিনদিনে 'লাল সিং চাড্ডা'র মোট বক্স অফিস কালেকশন ২৭.৯৬ কোটি টাকা।'