ইনস্টগ্রামে নিজের একটি সেলফি পোস্ট করেন হৃতিক। সেখানে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনি। সঙ্গে লেখেন, ২৩ ঘণ্টার উপোস। সঙ্গে লেখেন লকডাউনে সুস্থ থাকার বার্তাও। তাঁর ২৩ ঘণ্টা উপোসের ট্র্রাক রাখার অ্যাপের স্ক্রিনশটও পোস্ট করেন হৃতিক। তাতে দেখা যাচ্ছে কতক্ষণ উপোস করেছেন তিনি। চিকিৎসকদের মতে বিশেষ নিয়ম মেনে উপোস করলে সুস্থ থাকে শরীর। লকডাউনে নিজের বাড়িতেই দুই ছেলে, বাবা ও প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে রয়েছেন হৃতিক।
করোনা মোকাবিলায় একাধিকবার সাহায্যের হাত বাড়িয়ে গিয়েছেন হৃতিক। এর আগে মুম্বইয়ের পুরকর্মীদের জন্য পিপিই মাস্ক ও করোনা সুরক্ষার অন্যান্য সামগ্রী দান করেছেন হৃতিক। এছাড়াও বিভিন্ন সংস্থার সঙ্গে হাত মিলিয়ে প্রতিদিন খাবার পৌঁছে দিচ্ছেন দরিদ্র মানুষের হাতে।