সিনেমায় অভিনয়ের প্রথম শটটা শ্রীদেবীর সঙ্গেই হয়েছিল হৃত্বিক রোশনের। সেই হৃত্বিক আবেগপূর্ণ ভাষায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রয়াত অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন। এই পোস্টে হৃত্বিক প্রয়াত অভিনেত্রীর সঙ্গে সিনেমায় প্রথম দৃশ্য শ্যুটিংয়ের স্মৃতি শেয়ার করেছেন।
হৃত্বিক লিখেছেন, আমি তাঁকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। আমার অভিনয়ের প্রথম শটটা তোলা হয়েছিল শ্রীদেবীর সঙ্গে। আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। আমার মনে আছে, আমার জন্য তিনি নার্ভাস এমন ভাব করে তিনি নিজের হাত কাঁপার ভান করেছিলেন। সবটাই ছিল আমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। তাঁকে ওরকম করতে দেখে আমি হাসি চাপতে পারিনি। আর শটটা একেবারে ঠিক না হওয়া পর্যন্ত তিনি হাসছিলেন। আপনাকে খুব মিস করব, ম্যাডাম।
ওই সেটে তোলা একটা বিরল ছবিও হৃত্বিক শেয়ার করেছেন।