নয়াদিল্লি: অনুষ্কা শর্মার পাকিস্তানি ভক্তরা তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি 'পরী' দেখা থেকে বঞ্চিত হচ্ছেন। সর্বত্র মুক্তি পেলেও শেষ মূহূর্তে 'পরী'-র ওপর নিষেধাজ্ঞার খাড়া নেমে এসেছে পাকিস্তানে। গতকাল আগাম টিকিট কেটে হলে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসতে হয় তাঁদের।
পাকিস্তানের ফিল্ম সেন্সর বোর্ডের যুক্তি, এই ছবির স্ক্রিপ্ট, ডায়লগ, এমনকী স্টোরিলাইন, সবই তাদের বিচারে ইসলামি মূল্যবোধের পরিপন্থী।
পাক সংবাদপত্র দি এক্সপ্রেস ট্রিবিউন-এর খবর, পাক সেন্সর বোর্ডের এক সদস্য বলেছেন, 'পরী'র স্ক্রিপ্ট, ডায়লগ, স্টোরিলাইন আমাদের ইসলামি মূল্যবোধের বিরোধী। ইসলামের ভিতরে সঙ্গীতের ভিন্ন দর্শন আছে। ছবিটি কালা জাদুতে ভরসা রাখতে দর্শকদের উদ্ধুদ্ধ করবে। ছবিতে এমন বিশ্বাস তুলে ধরা হয়েছে, যা আমাদের ধর্মের বিপরীত।
পাক সেন্সর বোর্ড সূত্রে আরও বলা হয়েছে, সিবিএফসির কোনও সদস্যই কোনও তালিকাতেই ছবিটিকে শংসাপত্র দিতে রাজি নন। তাই নিষেধাজ্ঞা জারি হয়েছে।
যদিও একইসঙ্গে ওই সদস্য বলেছেন, পরিবেশকদের আবেদন করার অধিকার আছে। তেমনই এক আবেদনের পর আজ ছবিটি আরেকবার দেখানো হবে বোর্ডের সব সদস্যকে যাতে তাঁরা রিভিউ করতে পারেন।
প্রথম 'পরী' নিষিদ্ধ হওয়ার খবর ফেসবুক পোস্টে জানায় ন্যুপ্লেক্স সিনেমাস। ট্যুইটারে প্রবল প্রতিক্রিয়া হয়।




ঋতুঃস্রাব সংক্রান্ত পরিচ্ছন্নতা নিয়ে তৈরি হওয়ায় গত মাসে পাকিস্তানে নিষিদ্ধ হয়েছিল অক্ষয় কুমারের 'প্যাডম্যান'ও।
পরিচালক প্রসিত রায়ের প্রথম ছবি পরী। অনুষ্কা ছাড়াও ছবিতে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রীতাভরী চক্রবর্তী ও রজত কপূর। এনএইচ টেন, ফিল্লোউরি-র পর পরী অনুষ্কার তৃতীয় প্রোডাকশন।