মুম্বই: পুরনো ছবি পোস্ট করে নস্টালজিক আমিশা পটেল (Ameesha Patel)। তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রথম ছবি 'কহো না পেয়ার হ্যায়'। বলিউডে হৃত্বিক রোশনের আত্মপ্রকাশও হয় এই ছবি দিয়েই। বক্স অফিসে ঝড় তোলা এই ছবি দর্শকের মনে জায়গা করে নিয়েছে শুরু থেকেই। এখনও সময় পেলে বহু দর্শক ছবিটি দেখেন। আর কেরিয়ারের ব্লকবাস্টার হিট ছবির অদেখা ছবি পোস্ট করে স্মৃতির স্মরণি বেয়ে হাঁটলেন আমিশা পটেল।


'কহো না পেয়ার হ্যায়'র অদেখা ছবি পোস্ট আমিশা পটেলের-


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী আমিশা পটেল 'কহো না পেয়ার হ্যায়'-এর শ্যুটিং শুরুর আগের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে নবাগত হৃত্বিক রোশনের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। অদেখা এই ছবিতে বলিউডের গ্রিক গডকে চিনতেই পারছেন না অনুরাগীরা। ছবিতে দেখা যাচ্ছে, নীল ও কালো রঙের একটি টি শার্ট পরে রয়েছেন হৃত্বিক রোশন। আর আমিশা পটেলের পরনে রয়েছে সাদা টপ ও কালো জিনস। দুই তারকার পুরনো ছবি দেখে নস্টালজিক অনুরাগীরাও। তাঁরাও কমেন্টে স্মৃতিচারণা করেছেন। 




প্রসঙ্গত, পরিচালক রাকেশ রোশন তাঁর ছবি 'কহো না পেয়ার হ্যায়' দিকে ছেলে হৃত্বিক রোশনকে বলিউডে ডেবিউ করান। ছবিটি মুক্তি পেয়েছে দেখতে দেখতে ২০ বছর হয়ে গিয়েছে। মাস কয়েক আগেই এই ছবির ২০ বছর পূর্তিতে নির্মাতা থেকে অভিনেতারা স্মৃতিচারণা করে পোস্ট করেন। এক সাক্ষাৎকারে হৃত্বিক রোশন সেই প্রসঙ্গে বলেন, 'সত্যি! ২০ বছর হয়ে গেল! আমিও এখনও ভাবতেই পারছি না। এই তো মনে হচ্ছে, এই কদিন আগে শ্যুটিং শুরু করলাম। দর্শকদের কাছ থেকে যে বিপুল পরিমাণে ভালোবাসা পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। 'কহো না পেয়ার হ্যায়'-এর জার্নি আমি কখনও ভুলতে পারব না।'


আরও পড়ুন - Disha Patani: টাইগারের সঙ্গে ব্রেকআপের গুঞ্জনের মাঝেই ইঙ্গিতপূর্ণ কমেন্ট দিশার


অন্যদিকে, হৃত্বিক রোশনকে শীঘ্রই দেখা যাবে 'বিক্রম বেদা' এবং 'ফাইটার' ছবিতে। প্রথমটিতে তাঁর সঙ্গে দেখা যাবে সেফ আলি খানকে। এবং 'ফাইটার' ছবি দিয়ে প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। পাশাপাশি আমিশা পটেলকে শীঘ্রই দেখা যাবে 'গদর টু' ছবিতে।