মুম্বই: আজ অর্থাৎ ১১ অক্টোবর জন্মদিন বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan Birthday)। সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অনুরাগীরা আজ তাঁর জন্মদিন উদযাপন করছেন। অনুরাগীদের পক্ষ থেকে নেট দুনিয়ায় পোস্ট করা হয়েছে নানা ছবি থেকে শুভেচ্ছাবার্তা। তবে, তাঁর অনুরাগী শুধুই সাধারণ মানুষ নন। বরং, তাঁর অনুরাগীর তালিকায় রয়েছেন অনেক তাবড় তারকাও। তাঁদের মধ্যেই একজন হলেন হৃত্বিক রোশন। যাঁকে বলিউডের 'গ্রিক গড' বলা হয়। এদিন অমিতাভ বচ্চনের জন্মদিনে বিশেষ ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)।


অমিতাভ বচ্চনের জন্মদিনে হৃত্বিক রোশনের বিশেষ শুভেচ্ছাবার্তা-


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পুরনো একটি ছবি পোস্ট করেছেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন। ছবিটি অমিতাভ বচ্চনের বিখ্যাত সিনেমা 'মিস্টার নটবরলাল'-এর সেটের। বিগ বি-কে সেখানে দেখা যাচ্ছে হাতে কোনও কিছু লেখা নিয়ে সেটি পড়তে। ছবি পোস্ট করে হৃত্বিক রোশন লিখেছেন, 'মেহবুব স্টুডিও বম্বে ১৯৭৯। আমার কাকা মিস্টার রাজেশ রোশন আমাকে নিয়ে গিয়েছিলেন 'মিস্টার নটবরলাল' ছবির গানের রেকর্ডিংয়ে। ছবিতে একটি গানের একটি লাইন আমি গাইতে রাজি হয়েছিলাম তারপরই আমাকে স্টুডিওতে নিয়ে যাওয়া হয়। ছবিতা পুরনো হলেও আমার মুখটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।' প্রসঙ্গত, হৃত্বিক রোশনের পোস্ট করা ছবিতে অমিতাভ বচ্চনের পুরনো ছবি দেখে নস্টালজিক তাঁর অনুরাগীরা। তবে, এর পাশাপাশি বিগ বি-র সঙ্গে দেখা যায় ভবিষ্যতের তারকাকে। ছোটবেলার হৃত্বিক রোশনের ছবি দেখে চিনতে অসুবিধা হয়নি অনুরাগীদের।



আরও পড়ুন - KBC 14: হটসিটে খোদ অমিতাভ! 'কেবিসি' সঞ্চালনা কি ছেড়ে দিলেন বিগ বি?


প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের জন্মদিনের রাত থেকেই মুম্বইয়ে তাঁর বাংলো ‘জলসা’র বাইরে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। অনুরাগীদের উৎসাহে ঘাটতি পড়তে দেননি অমিতাভও। গভীর রাতেই বাংলো থেকে বেরিয়ে আসেন তিনি। অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন। হাতজোড় করে ভালবাসা, সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেয়ে শ্বেতা বচ্চনকেও দেখা যায় অমিতাভের পাশে। তাতে অভিভূত হয়ে পড়েন অনুরাগীরা। ‘জলসার’ দরজায় মাথা ঠেকিয়ে ‘ঈশ্বর প্রণাম’ও সেরে নেন কেউ কেউ। তবে শুধু সোমবার রাতেই নয়, মঙ্গলবার সকালেও উৎসবের আমেজ ‘জলসা’র বাইরে। কেক, মোমবাতি, বাজনা নিয়ে হাজির অনুরাগীরা। আনা হয়েছে বিশালাকার কেকও। তবে অনুরাগীদের উচ্ছ্বাস নজর কাড়ছে রীতিমতো। কারণ কেউ হয়ে উঠেছেন ‘অমর আকবর অ্যান্টনি’র অমিতাভ, তো কেউ আবার সাদা কুর্তা, জহর কোট চাপিয়ে বাস্তবের অমিতাভ হয়ে উঠেছেন। পোস্টার, ব্যানার নিয়েও ভিড় করেছেন বহু মানুষ।