মুম্বই : হৃত্বিক রোশনের (Hrithik Roshan) অনুরাগীরা জানেন, ঠিক কতটা পারিবারিক মানুষ তিনি। অনেক সময় তারকা হয়ে ওঠার পর কাজের চাপের জন্য পরিবারকে ঠিকমতো সময় দিতে পারেন না অনেক তারকাই। কিন্তু, কেউ-কেউ এত ব্যস্ততার মধ্যেও নিজের পরিবার থেকে এতটুকু বিচ্ছিন্ন হতে পারেন না। হৃত্বিক রোশনও যে তেমনই একজন মানুষ। নিজের প্রায় সব সাক্ষাৎকারেই একটু হলেও পরিবারের সদস্যদের কথা বলে থাকেন। আজ ১৬ জুন বৃহস্পতিবার হৃত্বিক রোশনের জন্য বড্ড দুঃখের দিন। কারণ, তাঁর দিদা পদ্মা রানি ওমপ্রকাশকে (Padma Rani Omprakash) (মায়ের মা) হারালেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। রোশন পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে একেবারে শান্তিতে এ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। ১৬ জুন বৃহস্পতিবার ভোর তিনটেয় ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


প্রয়াত হৃত্বিক রোশনের দিদা-


পদ্মা রানি ওমপ্রকাশের পরিচয় অবশ্য শুধুই হৃত্বিক রোশনের দিদা হতে পারে না। কারণ, তিনি প্রয়াত পরিচালক এবং প্রযোজক জে ওমপ্রকাশের স্ত্রী। আর সম্পর্কের দিক থেকে দেখতে গেলে তিনি হলেন হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশনের (Rakesh Roshan) শাশুড়ি। পদ্মা রানি ওমপ্রকাশের মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়াও নেমে এসেছে। বিশেষ করে যাঁরা একটু বয়সে বড়, তাঁদের কাছে পরিচালক এবং প্রযোজক  জে ওমপ্রকাশ খুব কাছের মানুষ ছিলেন। তিনি যেমন 'ভগবান দাদা' বা 'আপকি কসম'-এর মতো হিট ছবির পরিচালক ছিলেন, তেমন প্রযোজক হিসেবে তৈরি করেছিলেন 'আঁধি' বা 'আয়ে মিলন কি বেলা'-র মতো জনপ্রিয় ছবি।


আরও পড়ুন - Bollywood Updates: বলিউড পরিচালকের বাড়ি বিক্রি হয়ে গেল ১৮৩ কোটি টাকায়!


২০১৯-এই প্রয়াত হয়েছিলেন জে ওমপ্রকাশ। এরপর বছর তিনেক মানসিকভাবে নিঃসঙ্গ হয়ে গিয়েছিলেন, পদ্মা রানি ওমপ্রকাশ। অবশেষে তিনিও চলে গেলেন এ পৃথিবী ছেড়ে। আরও একবার মাথার উপর থেকে একটা ছাতা সরে গেল হৃত্বিক রোশনের। তাঁর দাদু জে ওমপ্রকাশ যখন প্রয়াত হন, তখনও টুইটারে আবেগঘন পোস্ট করেছিলেন হৃত্বিক রোশন। লিখেছিলেন, তাঁর জীবনের সবথেকে বড় শিক্ষক চলে গেলেন। তেমনভাবেই আজ আরও একবার বুকের বাঁ দিকটা ফাঁকা হয়ে গেল হৃত্বিক রোশনের।