কলকাতা: শুক্রবার প্রকাশিত হচ্ছে এ বছরের জয়েন্ট এন্ট্রাসের (JEE) ফল (Result)। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে আজ বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে।                 

  


পরীক্ষার মাত্র দেড় মাসের মধ্যে প্রকাশিত হতে চলেছে ফলাফল । ১৭ জুন বোর্ডের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকে (JEE 2022) জয়েন্টের ফলাফল প্রকাশ করা হবে। এবার পরীক্ষা নেওয়া হয়েছিল ৩০ এপ্রিল।  পরীক্ষা হয়েছিল অফলাইনে।                          


যেসব বিভাগে পরীক্ষা নেওয়া হয়েছিল সেগুলি হল- ইঞ্জিনিয়ারিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার। শুক্রবার পরীক্ষার্থীরা ওয়েবসাইটে দেখতে পাবে রেজাল্ট এবং র‍্যাঙ্ক কার্ড (Rank Card) ডাউনলোড করতে পারবে।              


আরও পড়ুন, যতক্ষণ না কাউন্সেলিং হচ্ছে, আমাদের লাশ যাবে, আবার থানা থেকে ঘুরে আসব", এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান ঘিরে ধুন্ধুমার


কীভাবে দেখা যাবে ফলাফল-                        



  • wbjeeb.nic.in-এ যান।                      

  • WBJEE 2022 ট্যাবে ক্লিক করুন। 

  • WBJEE-2022 ফলাফলের জন্য লিঙ্কটিতে ক্লিক করুন। 

  • আপনার অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করুন। 

  • জমা দিন এবং WBJEE 2022 মার্কশিট দেখুন। সেখানে রেজাল্ট প্রিন্টআউট করারও অপশন পাবেন।


WBJEEB ফলাফল এবং টপারদের নাম ঘোষণা করার জন্য একটি সাংবাদিক সম্মেলন করা হতে পারে। তারপরই ওয়েবসাইটে রেজাল্ট দেখা যেতে পারে।                                                 
 


Education Loan Information:

Calculate Education Loan EMI