ছবির অপব্যবহার! টমি হিলফিগারের বিরুদ্ধে রাগে ফেটে পড়লেন হৃত্বিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Feb 2017 01:25 PM (IST)
মুম্বই: বলিউড অভিনেতা হৃত্বিক রোশনকে সকলে যথেষ্ট শান্ত, নম্র, ভদ্র মানুষ হিসেবেই চেনেন। তাঁকে সেভাবে রেগে যেতে কেউ কখনওই দেখেননি। এমনকি যখন ‘রইস’-‘কাবিল’ একইদিনে মুক্তি পেল তখনও খুব ঠাণ্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন হৃত্বিক। সেই মানুষ যখন কারও ওপর রাগে যান, তখন তার যথেষ্ট সঙ্গত কারণও থাকে। গতকাল হৃত্বিক তাঁর টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে টমি হিলফিগারের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। টমি কোনও এক ব্র্যান্ডের প্রচারে তাঁর এবং তাঁর সন্তানদের ছবি ব্যবহার করেছেন। হৃত্বিক তাঁর বিরক্তি যথেষ্ট কঠিন ভাষায় প্রকাশও করেছেন। তিনি হিলফিগারের উদ্দেশ্যে লেখেন ‘আমি বা আমার সন্তান কেউই তোমার কোনও প্রডাক্টের হয়ে প্রচার করি না। তুমি যদি নিজে থেকে কিছু করতে না পার, তাহলে আমার দল আছে এব্যাপারে তোমাকে সাহায্য করার জন্যে। কিন্তু কারও ছবি সেই ব্যক্তিকে না জিজ্ঞেস করে ব্যবহার করা উচিত্ নয়’। তবে প্রফেশনাল লাইফে এইমুহূর্তে যথেষ্ট ভাল মেজাজে রয়েছেন হৃত্বিক। ‘রইস’-এর সঙ্গে একদিনে মুক্তি পেলেও, তাঁর ছবির বক্স অফিস কালেকশন যথেষ্ট ভাল।