কবীর খানের আগামী সিনেমায় নেই সলমন, দেখা যাবে হৃত্বিক রোশনকে
ABP Ananda, web desk | 07 Mar 2017 02:00 PM (IST)
মুম্বই: বলিউডের নামী পরিচালক কবীর খানের আগামী সিনেমায় নেই সলমন খান। হৃত্বিক রোশন এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলে খবর। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও হয়নি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কবীর খানের রোমান্টিক-অ্যাকশন ধর্মী আগামী ছবিটি প্রযোজনা করছেবন সাজিজ নাদিদওয়ালা। জানা গেছে, এই সিনেমা বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে। বিদেশে সিনেমার শ্যুটিং হবে। যদিও এই সিনেমায় হৃত্বিকের বিপরীতে কোন অভিনেত্রী থাকবেন, তা নিয়ে কিছু জানা যায়নি। আগামী সেপ্টেম্বরে সিনেমার শ্যুটিং শুরু হবে। উল্লেখ্য, চলতি বছরেই মুক্তি পেয়েছে হৃত্বিকের 'কাবিল'। এই সিনেমায় তাঁর বিপরীতে দেখা গিয়েছে ইয়ামি গৌতমকে। শাহরুখ খানের 'রঈস'-এর সঙ্গে টক্কর স্বত্ত্বেও দারুন ব্যবসায়িক সাফল্য পেয়েছে এই সিনেমা। অন্যদিকে, কিছুদিন আগেই 'টিউবলাইট' সিনেমার শ্যুটিং শেষ করেছেন কবীর খান। এই সিনেমায় অভিনয় করছেন সলমন খান। এ বছর ইদে এই সিনেমা মুক্তি পাবে। এর আগে সলমনের সঙ্গে 'বজরঙ্গী ভাইজান' সিনেমা করেছিলেন কবীর। টিউবলাইট সিনেমার শ্যুটিংয়ের সময় পরিচালকের সঙ্গে সলমনের মনোমালিন্য হয়েছিল বলে খবর। যদিও পরে মিটমাট হয়ে যায়। এখন কী কারণে তাঁর আগামী সিনেমা থেকে সলমন বাদ পড়তে চলেছেন, তা কবীরই বলতে পারবেন।