মুম্বই: এবার গত ১০ বছরে এশিয়ার সর্বাধিক যৌন আবেদনময় ব্যক্তি হলেন হৃতিক রোশন। ব্রিটিশ পত্রিকা ইস্টার্ন আই যে বার্ষিক সেক্সিয়েস্ট এশীয় পুরুষদের তালিকা বার করেছে তাতে প্রথমে রয়েছেন তিনি। গোটা বিশ্বের ফিল্ম সমালোচকদের ভোটের ভিত্তিতে এই নির্বাচন হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির পাশাপাশি কোন অভিনেতার মানুষের ওপর কতটা প্রভাব তাও বিচার করা হয়েছে এতে।
তবে হৃতিক নিজে এই তকমাকে সাফল্য বলে মানতে রাজি নন। তিনি বলেছেন, যাঁরা আমাকে ভোট দিয়েছেন ও আমার এই সম্মানে বিশ্বাস করেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। বৃহত্তর ক্ষেত্রে একজন ব্যক্তির চেহারা গুরুত্বপূর্ণ নয়। আমি মানুষের চেহারা দেখে তাঁদের বিচার করি না। নিজেও নিজেকে যেভাবে দেখি, সেভাবে নিজের বিচার করি না।
এই তালিকায় এবার শাহিদ কপূর রয়েছেন দুই নম্বরে। গত বছর উনি প্রথম হয়েছিলেন। এছাড়া তালিকায় রয়েছেন টিভি অভিনেতা ভিভিয়ান ডিসেনা। তিনি ৩ নম্বরে আছেন। ব্রিটিশ এশীয় পপস্টার জয়েন মালিক ৫-এ রয়েছেন। সেরা দশে রয়েছেন বিরাট কোহলিও। তিনি সপ্তম হয়েছেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
গত ১০ বছরে এশিয়ার সর্বাধিক যৌন আবেদনময় ব্যক্তি, তকমা পেলেন হৃতিক
ABP Ananda, Web Desk
Updated at:
05 Dec 2019 12:59 PM (IST)
সেরা দশে রয়েছেন বিরাট কোহলিও। তিনি সপ্তম হয়েছেন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -