আরসিবি-র আনন্দ ধরে না, তারা এবার দলে বিরাট কোহলি ও ডি ভিলিয়ার্সকে পেয়েছে। এ নিয়ে টুইট করে তারা বলে, যে নাসা দল বিক্রম ল্যান্ডার খুঁজে পেয়েছে তারা কি এবিডি আর বিরাটের হিট করা বল খুঁজে দিতে আমাদের সাহায্য করবে?
এরপরেই কোমর বেঁধে নেমে পড়েন ক্রিকেটভক্তরা। বলেন, আগে আইপিএল ট্রফি খুঁজে বার কর দেখি।
নাসা দাবি করেছে, চন্দ্রযান ২-র বিক্রম ল্যান্ডারের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে তারা। আর নির্দিষ্ট জায়গাটি নিজের চেষ্টায় খুঁজে বার করে তাদের সাহায্য করেছেন শন্মুগ সুব্রহ্মণ্যম নামে এক ভারতীয় ইঞ্জিনিয়ার।