মুম্বই: অল্পের জন্য রক্ষা পেলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। বিস্ফোরণের কিছুক্ষণ আগেই তিনি দেশে ফেরার জন্য কামাল আতাতুর্ক বিমানবন্দর থেকে রওনা দেন। দুই ছেলের সঙ্গে আফ্রিকায় ছুটি কাটিয়ে দেশে ফিরছিলেন হৃতিক।ইস্তানবুল থেকে কানেক্টিং ফ্লাইট ধরতে না পারায় আটকে পড়েন বিমানবন্দরে।পরের দিনের ফ্লাইটের অপেক্ষায় না থেকে ইকনমি ক্লাসের টিকিট কেটে বিস্ফোরণের কিছুক্ষণ আগে রওনা দেন হৃতিক। তড়িঘড়ি বিমান টিকিটের ব্যবস্থা করে দেওয়ায় তিনি ধন্যবাদ জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষকে। একইসঙ্গে জঙ্গি হামলার ঘটনায় শোকপ্রকাশ করেছেন বলিউড অভিনেতা।