মুম্বই: ‘রইস’-‘কাবিল’-এর মুক্তি একদিনে হওয়া, প্রেক্ষাগৃহে সমান সমান হারে স্ক্রিন না পাওয়া, এইরকম না না বিষয় নিয়ে টিম রইস এবং রাকেশ রোশনের মধ্যে সম্প্রতি একটু নরমে-গরমে কথা হয়ে গেছে। রাকেশ রোশনের সাম্প্রতিক এক সাক্ষাত্কার দেখেতো মনেই হয়েছিল হয়তো বলিউডে ফের একটা বন্ধুত্বে ইতি পড়তে চলেছে। যদিও পরিস্থিতি সামলাতে টুইটে করে শাহরুখকে নিজের ‘মেন্টর’ বলে, ‘কাবিল’-এ তাঁর অভিনয় শাহরুখকে গর্বিত করবেন বলেও মন্তব্য করেন হৃত্বিক। এছাড়া বাদশাকে তাঁর ছবির জন্যে শুভেচ্ছাও জানান তিনি। এরপরই পাল্টা শাহরুখ টুইট করেন, দুটো ছবি আলাদা দিনে মুক্তি পেলে ভাল হত। তবে দুটো ছবিরই সাফল্য কামনা করেছেন তিনি।

তবে এরমাঝেই রাকেশ রোশন এক সাক্ষাত্কারে জানান, তিনি আগামী দিনে শাহরুখ-হৃত্বিক দুজনকে নিয়েই একসঙ্গে কাজ করতে চান। সেক্ষেত্রে যদি ‘কর্ণ-অর্জুন’-এর সিকুয়েল হয়, তাহলে হয়তো বলিউডের এই দুই সুপারস্টারকে একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে দেখা যাবে।

এপ্রসঙ্গে হৃত্বিককে প্রশ্ন করা হলে, তিনি বলেন, বাবা ছবি করলেও, তাঁর চিত্রনাট্য পছন্দ হওয়া আগে দরকার। ছবি বাছাইয়ের ক্ষেত্রে কোনও কমফর্ট জোনকে গুরুত্ব দিতে নারাজ হৃত্বিক। তবে শাহরুখের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ক্রেজি-ফোর’ ছবিতে একটি গানে নাচার কথা ছিল হৃত্বিকের। কিন্তু হাঁটুতে চোটের জন্যে সেবার তিনি ওই কাজটা করতে পারেননি। তখন শাহরুখকে একবার অনুরোধ করতেই তিনি কাজটা করে দেন। তাই ‘কর্ণ-অর্জুনে’র মতো দুজন হিরো নিয়ে তৈরি ছবিতে যদি রাকেশ রোশন কোনওদিন কাজ করেন, তাহলে তাঁর প্রথম পছন্দ হবে শাহরুখ-হৃত্বিকই। কারণ, এখানে দুজন নায়কেরই সমান গুরুত্ব রয়েছে।

এর আগে শাহরুখ-হৃত্বিক শেষবার ২০০১ সালে একসঙ্গে ‘কভি খুশি কভি গম’ ছবিতে কাজ করেছিলেন। তবে তারপরও বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই মহাতারকা, যেমন ‘ওম শান্তি ওম’, ‘লাক বাই চান্স’, ‘আই সি ইউ’ এবং ‘ডন-টু’। তবে কোথাওই দুজনে একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেননি।

তবে যদি সত্যিই রাকেশ রোশন এই প্রজেক্ট করতে সফল হন, তাহলে আপনাদের কেমন লাগবে? শাহরুখ-হৃত্বিককে সত্যিই কী আপনারা একসঙ্গে ফের দেখতে চান পর্দায়? ‘কর্ণ-অর্জুন টু’ যদি সত্যিই হয়, তাহলে সলমন-শাহরুখের জায়গায় শাহরুখ-হৃত্বিককে কেমন লাগবে, জানাতে কমেন্ট করুন এখানে।