মুম্বই: বলিউডের অন্যতম চর্চিত জুটি হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও সাবা আজাদ (Saba Azad)। 'কাপল গোল' দিতে তাঁদের জুড়ি মেলা ভার। এই আবহেই আদুরে পোস্টে 'পার্টনার'কে প্রেমের বর্ষপূর্তির (Happy Anniversary Post) শুভেচ্ছা জানালেন অভিনেতা। তাতে কমেন্ট করলেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী, সুজান খান (Sussanne Khan)। কী লিখলেন তিনি?


'পার্টনার' সাবাকে বর্ষপূর্তির শুভেচ্ছা হৃত্বিকের, কমেন্টে কী বললেন সুজ্যান?


মঙ্গলবার, ১ অক্টোবর, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করলেন বলিউডের 'গ্রীক গড'। টপ অ্যাঙ্গলে তোলা ছবিতে আকাশের দিকে তাকিয়ে তারকা জুটি। হৃত্বিকের হাত ধরে দাঁড়িয়ে সাবা। মুখে চওড়া হাসি। ক্যাপশনে অভিনেতা লেখেন, 'হ্যাপি অ্যানিভার্সারি পার্টনার, ০১.১০.২০২৪।' 


অভিনেতার পোস্টে অনুরাগী ও ইন্ডাস্ট্রির অন্যান্যদের পাশাপাশি কমেন্ট করেছেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও। শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, 'দারুণ ছবি! হ্যাপি অ্যানিভার্সারি।' এর পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন দিয়া মির্জা, অক্ষয় ওবেরয়, শিবানী দান্ডেকর, জোয়া আখতার সহ অনেকেই। একাধিক অনুরাগীরাও জানিয়েছেন শুভেচ্ছাবার্তা। 


 








কাজের ক্ষেত্রে হৃত্বিক ও সাবা...



কাজের ক্ষেত্রে, হৃত্বিক রোশন আপাতত ব্যস্ত তাঁর নতুন ছবি 'ওয়ার ২'-এর ('War 2') শ্যুটিংয়ে। এই ছবিতে তাঁকে দেখা যাবে কিয়ারা আডবাণী ও জুনিয়র এনটিআরের সঙ্গে। এই বছরের শুরুর দিকে শোনা যায় অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) ও আদিত্য চোপড়া (Aditya Chopra) বিশেষ নজর দিয়ে এই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন যাতে 'YRF স্পাই ইউনিভার্স'-এর আগের সমস্ত সিনেমার থেকে এটি অনন্য হয়ে উঠতে পারে।                                          


আরও পড়ুন: Rajinikanth Health Update: স্থিতিশীল রজনীকান্ত, বাড়ি ফিরতে পারেন ২ দিনে, বিবৃতি প্রকাশ হাসপাতালের


অন্যদিকে, সাবা আজাদ সম্প্রতি 'এশিয়ান অ্যাকাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড' পেয়েছেন। কমেডি রোলে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী তাঁর 'হুজ ইওর গাইনাক' নামক অ্যামাজন মিনি টিভি সিরিজের জন্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।