নয়াদিল্লি: স্থিতিশীল রয়েছেন তারকা অভিনেতা রজনীকান্ত (Rajinikanth Health Update)। চেন্নাইয়ের (Chennai) বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তামিল তারকাকে, তবে হাসপাতাল সূত্রে খবর, আগামী দিন ২-এর মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে। বিবৃতি প্রকাশ করে হাসপাতালের তরফে জানানো হয়েছে যে মহাধমনী ফুলে (aorta swelling) যায় অভিনেতার এবং নন-সার্জিকাল পদ্ধতিতেই তা নিরাময় সম্ভব হয়েছে। 


কেমন আছেন রজনীকান্ত? হাসপাতালের তরফে প্রকাশ করা হল বিবৃতি


হাসপাতালের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, 'শ্রী রজনীকান্তকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে গ্রীমস রোডের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর হৃৎপিণ্ড থেকে বের হওয়া প্রধান রক্তনালীতে (মহাধমনী) একটি ফোলাভাব ছিল, যা একটি নন সার্জিক্যাল, ট্রান্সক্যাথেটার পদ্ধতি দ্বারা চিকিত্সা করা হয়েছে। সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সাই সতীশ সম্পূর্ণ ফোলাভাব বন্ধ করে একটি স্টেন্ট বসিয়েছেন। আমরা ওঁর শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের আশ্বস্ত করতে চাইব যে গোটা চিকিৎসা পদ্ধতিটি একেবারে পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ হয়েছে। শ্রী রজনীকান্তের অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি সুস্থ রয়েছেন। ২ দিনে তিনি বাড়ি ফিরে যাবেন।'


এর আগে চেন্নাই পুলিশ সূত্রে জানা যায়, গতকাল, সোমবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয় রজনীকান্তকে (Rajinikanth)। পেটে প্রচণ্ড ব্যথা শুরু হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি (Rajinikanth Hospitalised) করা হয় থালাইভাকে। এর আগে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী জানান যে সোমবার অনেক রাতে থালাইভাকে হাসপাতালে ভর্তি করা হয়, যদিুও প্রথমে কথা ছিল মঙ্গলবার সকালে খালি পেটে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে রুটিন পরীক্ষার জন্য়। 


আরও পড়ুন: Kon Se Aalor Swapno Niye: 'গৃহবধূ' থেকে নিজের আলাদা পরিচয় গড়ে তোলার গল্প, শুরু হল নয়া ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'


সংবাদসূত্রে জানা যায় রজনীকান্তের স্ত্রী লতা তাঁর স্বামীর স্বাস্থ্যের ব্যাপারে তথ্য দিয়েছেন। যদিও খুব বিস্তারে তিনি কিছু বলেননি, তবু তাঁর বয়ান থেকে জানা যায়, রজনীকান্ত সম্পূর্ণ সুস্থই আছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। রজনীকান্তের অনুরাগীরা এখন সমাজমাধ্যমে তাঁর সার্বিক সুস্থতা কামনা করছেন। সকলেই প্রার্থনা করছেন যাতে খুব দ্রুত তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে আসেন। এমন অবস্থায় হাসপাতালের বিবৃতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন অনুরাগীরা, তা বলাই বাহুল্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।