৫০০ কেজির ইমনের হৃত্বিকের সঙ্গে নাচার ইচ্ছে, জবাবে কি বললেন সুপারস্টার জানেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Feb 2017 01:01 PM (IST)
মুম্বই: মুম্বইয়ে ওজন কমানোর চিকিত্সা করাতে এসেছেন বিশ্বের সবচেয়ে ভারী মহিলা, মিশরের ইমন আহমেদ। সম্প্রতি ইমন তাঁর এক সুপ্ত বাসনার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ওজন কমিয়ে একবার নিজের পায়ে দাঁড়াতে পারলে, তিনি হৃত্বিক রোশনের সঙ্গে নাচতে চান। আর এর জবাবে সুপারস্টার জানিয়েছেন, ইমন একবার নিজের পায়ে দাঁড়াতে পারলে, তিনি অবশ্যই তাঁর সঙ্গে নাচবেন। ইমনের এই ইচ্ছে জানার পর হৃত্বিক এক বিবৃতি দিয়ে বলেন তিনি অবশ্যই ইমনের সঙ্গে নাচতে চান। তিনি ভারতে ফিরেই মিশরের এই মহিলার সঙ্গে দেখাও করতে চান বলে জানিয়েছেন। এইমুহূর্তে ইমন মুম্বইয়ের এক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। সেখানে তাঁর অস্ত্রোপচার হওয়ারও কথা রয়েছে। সূত্রের খবর, হৃত্বিকের মা পিঙ্কি রোশন ইমনের চিকিত্সার জন্যে ১০ লক্ষ টাকা দিয়েছেন এবং অভিনেতার বোন সুনয়না তাঁকে গিয়ে দেখেও এসেছেন।