বর্ধমান:  মেয়েকে নার্সিংহোমে ভর্তির পর বিলের টাকা জোগাড় করতে না পেরে বাবার আত্মহত্যার অভিযোগ। প্রতিবেশীদের দাবি, বিলের টাকা না মেটালে, মেয়েকে হোমে চালান করে দেওয়ার হুমকিও দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। ঘটনাস্থল বর্ধমানের নবাবহাটের পিজি নার্সিংহোম।

মৃত তপন লেটের বাড়ি ঝাড়খণ্ডের দুমকার মলুটি গ্রামে। ১৭ ফেব্রুয়ারি, তাঁর মেয়ে বীরভূমের রামপুরহাট হাসপাতালে সন্তান প্রসব করেন। শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ ফেব্রুয়ারি প্রসূতিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, তপন লেটকে ভুল বুঝিয়ে তাঁর অসুস্থ মেয়েকে নবাবহাটের পিজি নার্সিংহোমে নিয়ে যায় অ্যাম্বুল্যান্স চালক। সেখানে প্রায় ৪২ হাজার টাকা বিল হয়। গ্রামে ফিরে বিলের টাকা যোগাড় করতে না পেরে, গলায় ফাঁস লাগিয়ে তপন লেট আত্মঘাতী হন বলে অভিযোগ। পরে প্রশাসনের হস্তক্ষেপে সুর বদলায় নার্সিংহোমের।

১৫ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তপন লেটের মেয়েকে। শুধু তা দেখে যেতে পারেননি বাবা। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি,  ঘটনাটি জানতে পেরে মানবিক কারণে বিলের অঙ্ক কমানো হয়। অন্যদিকে, জেলাশাসক জানিয়েছেন, সংবাদমাধ্যমের কাছে জানতে পেরে হস্তক্ষেপ করা হয়।