পাকিস্তানেও দুর্দান্ত সফল 'কাবিল', প্রথম দুদিনেই ব্ক্সঅফিসে বাজিমাত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Feb 2017 04:49 PM (IST)
1
শাহরুখ খান অভিনীত রইস পাকিস্তানে নিষিদ্ধ হয়ে গিয়েছে। এজন্য কাবিল-এর সাফল্যের সম্ভাবনাও দারুন বেড়ে গিয়েছে। আর এই কারণেই কাবিল আরও বেশি ব্যবয়াসিক সাফল্য পেতে পারে বলে অনুমান।
2
ভারতীয় সিনেমার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পাকিস্তানে বলিউডের প্রথম সিনেমা হিসেবে রিলিজ করেছে কাবিল।
3
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রথম উইকএন্ডেই প্রচুর আয় করেছে সিনেমাটি। পাক অফিসে প্রথম উইকএন্ডে কাবিল-এ ব্যবসা হয়েছে প্রায় ২ কোটি টাকা।
4
সেইসঙ্গে পাকিস্তানের বক্স অফিসেও আলোড়ন ফেলে দিয়েছেন এই সিনেমা। ব্যবসায়িক সাফল্যে হাসি ফুটেছে সিনেমা হল মালিকদের।
5
হৃত্বিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত সিনেমা কাবিল ভারতে দুর্দান্ত ব্যবসায়িক সাফল্য পেয়েছে।