মুম্বই:  ভারতের প্রায় প্রতিটি মানুষই জানেন সুদর্শন পুরুষদের তালিকায় চোখবন্ধ করে হৃত্বিক রোশনের নাম চলে আসে। অবশেষে সেই দাবিকে স্বীকৃতি দিল বিশ্বও। বিশ্বের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষদের তালিকায় তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছেন বলিউডের গ্রীক দেবতা হিসেবে পরিচিত হৃত্বিক রোশন।

ওয়ার্ল্ডস টপ মোস্ট ডট কম নামের এক ওয়েবসাইটে ২০১৬-১৭ সালের বিশ্বের শ্রেষ্ঠ দশ সুদর্শন পুরুষের তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে হৃত্বিকের আগে রয়েছেন হলিউডের দুই হার্টথ্রব। একজন টম ক্রজ এবং অপরজন রবার্ট প্যাটিনসন। এছাড়াও এই তালিকায় হৃত্বিকের সঙ্গে আর যাঁরা জায়গা করে নিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন হুগো জ্যাকম্যান, জনি ডেপ, ব্র্যাড পিট। সপ্তম স্থানে রয়েছেন বলিউডের আর এক তারকা সলমন খান।

এই তালিকা মূলত তৈরি করা হয়েছে এক ব্যক্তির ব্যক্তিত্বের আকর্ষণ ও আমজনতার মধ্যে তাঁর জনপ্রিয়তার বিচারে। ওয়েবসাইটটিতে দাবি করা হয়েছে, হৃত্বিকের আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে রয়েছে সুন্দর মুখও, এবং সেই কারণে তিনি তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন।