মুম্বই: 'ওমকারা'য় একসঙ্গে কাজ করেছিলেন দুজনে। নিজেকে করিনা কপূরের বিরাট ফ্যান বলে জানিয়ে আবার তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন পরিচালক বিশাল ভরদ্বাজ। 'ওমকারা'-য় ছিলেন করিনার স্বামী সঈফ আলি খানও।

তাঁর একেবারে সাম্প্রতিক ছবি রেঙ্গুন-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে এসেছিলেন বিশাল। সেখানেই বলেন, করিনার সঙ্গে ওমকারায় কাজ করেছি। আমাদের বোঝাপড়া দারুণ। করিনার সঙ্গে সত্যিই আবার কাজ করতে মুখিয়ে আছি। এর বড় অনুরাগী আমি।
রেঙ্গুন-এ কঙ্গনা রানাওয়াতের অভিনয়ও মুগ্ধ করেছে তাঁকে। বিশাল বলেন, কঙ্গনা সত্যিই খুব ভাল অভিনেত্রী। আমাদের ইন্ডাস্ট্রির সেরাদের একজন। এই ছবিতে দারুণ কাজ করেছে। দর্শকরা ওঁর অভিনয় দেখে কী বলবেন, সেটা জানতেই খুব আগ্রহী আমি।