নয়াদিল্লি: আইপিএল নিলামের সবচেয়ে দামী ক্রিকেটার তিনি। সাড়ে চোদ্দ কোটি টাকা দামে তাঁকে দলে নিয়েছে রাইজিং পুনে সুপারজায়েন্টস। সেই বেন স্টোকস এখন উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে ড্রেসিংরুমে থাকার সুযোগ পেয়ে।

এবারই প্রথম আইপিএলে খেলবেন ইংল্যান্ডের বেন স্টোকস।

গত মরশুমেই প্রথম আইপিএলে খেলেছিল পুনে। সেবার অধিনায়ক ছিলেন ধোনি। এবার ক্যাপ্টেন কুলকে সরিয়ে পুনে অধিনায়ক করেছে অসি ক্রিকেটার স্টিভ স্মিথকে। সাধারণ খেলোয়াড় হিসেবে দলে থাকবেন ধোনি। স্টোকস বলেছেন, ধোনি ও স্মিথের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছি। এই দুই প্লেয়ারের সঙ্গে ড্রেসিংরুমে থাকার সুযোগ পাওয়াটা দারুন ব্যাপার। ধোনি দুনিয়ার সবচেয়ে বড় খেলোয়াড়। স্মিথও দারুন প্লেয়ার। আন্তর্জাতিক ম্যাচে স্মিথের সঙ্গে টক্করের কথা উল্লেখ করে স্টোকস বলেছেন, এবার আইপিএলে অসি অধিনায়কের সঙ্গে একসঙ্গে খেলার সুযোগ পাবেন।

নিজের অফিসিয়াল পেজে ফেসবুক চ্যাটে এই মন্তব্য করেছেন স্টোকস।

পুনে তাঁর পছন্দের স্টেডিয়াম বলেও মন্তব্য করেছেন স্টোকস। তিনি বলেছেন, ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে এই স্টেডিয়ামে খেলেছেন। আইপিএলে এই মাঠে ফের খেলতে পাওয়ার সুযোগ পেয়ে তাঁর দারুন লাগছে।

আইপিএলে বেশিরভাগ ম্যাচেই তাঁকে পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।