মুম্বই : আজই মুক্তি পেয়েছে বলিউড ছবি 'হম দো হমারে দো' (Hum Do Hamare Do)। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে রাজকুমার রাও (Rajkumar Rao), কৃতী শ্যানন (Kriti Shanon), পরেশ রাওয়াল (Paresh Rawal), রত্না পাঠক শাহ, অপারশক্তি খুরানার মতো অভিনেতারা। ছবিটি একেবারে ভিন্ন প্রকৃতির। যেখানে 'হম দো হমারে দো' নামের মধ্যেই টুইস্ট লুকিয়ে রয়েছে।


রাজকুমার রাও এবং কৃতী শ্যাননের জুটিতে 'হম দো হমারে দো' ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম কমেন্ট দেখা যাচ্ছে। অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পছন্দের অভিনেতাদের। পাশাপাশি সমালোচকরাও থেমে নেই। তাঁরাও এই ছবির নানা খুঁত তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। 'হম দো হমারে দো' ছবিতে দেখা গিয়েছে রাজকুমার রাও এক অনাথ যুবক। তাঁর দেখা হয় কৃতী শ্যাননের সঙ্গে। ছেলেটি জানতে পারে, কৃতী এমন একটি ছেলেকে বিয়ে করতে চায়, যাঁর একটি সুন্দর পরিবার রয়েছে এবং যে একটি কুকুরকে দত্তকও নিয়েছেন। সেখান থেকে কীভাবে তাঁরা বন্ধু থেকে একে অপরের প্রেমে পড়েন। কীভাবেই বা তাঁদের জীবনে পরেশ রাওয়াল এবং রত্না পাটকের মতো দুই ব্যক্তি আসেন, সেই নিয়েই গড়ে উঠেছে 'হম দো হমারে দো' ছবিটি। পরিচালক অভিষেক জৈনের কমেডি ড্রামা মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে।


আরও পড়ুন - Tu Yaheen Hai: মুক্তি পেতেই ভাইরাল প্রয়াত সিদ্ধার্থ শুক্লর জন্য শেহনাজ গিলের মিউজিক ভিডিও 'তু ইয়েহি হ্যায়'


প্রসঙ্গত, 'হম দো হমারে দো' মুক্তি পাওয়ার পর একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা রাজকুমার রাও। 'বধাই দো', 'হিট - দ্য ফার্স্ট কেস', 'মনিকা, ওহ মাই ডার্লিং'-র মতো ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন 'স্ত্রী' অভিনেতা। অন্যদিকে, অভিনেত্রী কৃতী শ্যাননের হাতেও রয়েছে একাধিক কাজ। 'বচ্চন পান্ডে', 'ভেড়িয়া', 'আদিপুরুষ', 'শেহজাদা'র মতো একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।