কলকাতা: গত প্রায় দুটো বছর ধরে করোনা অতিমারির প্রকোপ চলছে। করোনার সংক্রমণ থেকে বাঁচতে নানা কিছু নিয়ম কানুন মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারইমধ্যে কাটছে উৎসবের মরশুম। সদ্যই দুর্গাপুজো গিয়েছে। আর সামনেই দীপাবলী (Diwali 2021)। কোভিডের দ্বিতীয় ঢেউ এখনও কাটেনি। তার মধ্যে আবার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে প্রবল। তাই আরও বেশি করে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উৎসবের মধ্যেও যাতে স্বাস্থ্যের কোনও ক্ষতি না হয়, তার জন্য পরিচ্ছন্নতায় বেশি জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাঁরা জানাচ্ছেন, উৎসবের দিনগুলোয় বাড়িতে অতিথিরা আসবেন। আলোয় ভরে উঠবে বাড়ি। আনন্দে মেতে ওঠার মুহূর্তে যেন জীবাণুর সংক্রমণ বাধা হয়ে দাঁড়াতে না পারে, তার জন্য বাড়িকে আরও বেশি পরিস্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই জরুরি। কীভাবে পরিস্কার করলে বাড়ি জীবাণুমুক্ত থাকেব, তা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দীপাবলী উপলক্ষে বহু বাড়িতেই অনেক অতিথিরা এসে থাকেন। সেই উপলক্ষে নানারকমের খাওয়া-দাওয়াও লেগে থাকে। কিন্তু তারইমধ্যে বজায় রাখা দরকার পরিচ্ছন্নতা। তার জন্য অতিথিরা আসার আগেই ভালো করে পরিস্কার করে ফেলা রান্নাঘর। খাবারের উচ্ছিষ্ট যাতে বাড়ির এদিক ওদিক পড়ে না থাকে, কিংবা রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে না থাকে, সেদিকে লক্ষ্য রাখা দরকার। রান্নাঘরের তাক, মশলার কৌটো, বাসনপত্র, বাসনের ক্যাবিনেট, ফ্রিজ সমস্ত কিছু ভালো করে পরিস্কার করে ফেলা দরকার। রান্নাঘর পরিস্কার করা হয়ে গেলে রুম ফ্রেশনার স্প্রে করতে ভুলবেন না। তাতে মিষ্টি সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে থাকবে।
২. জীবাণুর থেকে দূরে থাকার জন্য অবশ্যই বাথরুম ভালো করে পরিস্কার রাখা দরকার। দীপাবলি উপলক্ষে বাড়িতে অতিথিরা আসার আগেই বাথরুম পরিস্কার করে ফেলুন। সাবান, শ্যাম্পু, ফেসওয়াসের মতো জরুরি জিনিসগুলিকে সঠিক জায়গায় রাখুন। বাথরুম পরিস্কারের পর সেখানেও রুম ফ্রেশনার ব্যবহার করুন।
৩. বাড়িতে অতিথিরা আসলে সাধারণত বসার ঘরই বেশি ব্যবহার হয়। বসার ঘরটিকে তাই একটু বেশি যত্ন নিয়ে সাজিয়ে তুলুন। বসার ঘরে সোফা কিংবা চেয়ার থাকলে সেখানে সুন্দর কুশন দিয়ে সাজিয়ে দিন। আসবাবপত্রগুলিকে সঠিক জায়গায় রাখুন। যাতে দেখতে সুন্দর লাগে ঘরটিকে। বাড়িতে অতিথিরা আসার আগে রুম ফ্রেশনার স্প্রে করে দিন।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, সবথেকে বেশি জীবাণুর সংক্রমণ হয় হাত থেকে। তাই হাত পরিস্কার রাখা খুবই জরুরি। অতিথিরা আসলেও হাত পরিস্কার রাখুন এবং অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করুন। উৎসবের মরশুমে অতিথিদের সঙ্গে যতটা কম হাত মেলানো যায়, তত সংক্রমণ এড়ানো সম্ভব হবে।