প্রসঙ্গত, গত বছর পয়লা এপ্রিল নিজের অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেছিলেন প্রত্যুষা। দিন কয়েক আগে তাঁর বান্ধবী কাম্য জানান যে, মৃত্যুর মাস দেড়েক আগে ‘হম কুছ কহে না সকে’ নামের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছিলেন প্রত্যুষা। সিনেমাটি প্রত্যুষার প্রথম মৃত্যুবার্ষিকীতে রিলিজ করবেন বলেও জানান কাম্য। তাঁর দাবি ছিল, প্রত্যুষার জীবন অবলম্বনেই তৈরি হয়েছিল সিনেমাটি। সিনেমার প্রোমোও রিলিজ করা হয় গত ২৭ মার্চ। প্রমো মুক্তির সঙ্গে সঙ্গে সেটি মারাত্মক জনপ্রি.ও হয়ে যায়।
এদিকে সিনেমার মুক্তি রুখতে আদালতের দ্বারস্থ হন প্রত্যুষার প্রাক্তন বয়ফ্রেন্ড অভিনেতা-প্রযোজক রাহুল রাজ সিংহ। প্রসঙ্গত, আদালতে রাহুলের বিরুদ্ধে প্রত্যুষাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে মামলা চলছে। রাহুলের আইনজীবীর দাবি ছিল, এই ছবি মুক্তি পেলে সেই মামলার শুনানিতে প্রভাব পড়তে পারে। এই মর্মেই আদালতে আর্জি জানিয়ে সিনেমার মুক্তির ওপর স্থগিতাদেশ জানিয়ে একটি পিটিশন দাখিল করেন রাহুলের আইনজীবী। শুক্রবার ওই পিটিশনের রায়েই বম্বে নগর দায়রা আদালতের নির্দেশ দেয় ওই সিনেমার মুক্তি পয়লা এপ্রিল হবে না।কিন্তু ছবিটির লিঙ্ক নিজের টুইটার পেজে দিয়ে দেন কাম্য।
১৮.৪৫ মিনিটের স্বপ্ল দৈর্ঘ্যের এই ছবির সঙ্গে রাহুল-প্রত্যুষার জীবনের ঘটে যাওয়া ঘটনার মারাত্মক মিল পাওয়া গেছে। মূলত ছবির শেষে চরিত্র দুটির মধ্যে যে বিষয় নিয়ে অশান্তি হয়, সেরকমই কিছু রাহুল-প্রত্যুষার জীবনেও ঘটেছিল। এবং এরপরই আত্মহত্যা করেন প্রত্যুষা। যদিও ছবিতে শালু ওরফে প্রত্যুষা আত্মহত্যা করেননি। দেখুন সেই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি