মুম্বই:  শাড়ি, অদ্ভুত চুলে ধাঁচ, কোমলে বেলন.. এক মুহূর্তে দেখলে চেনাই যায় না এই বলিউড নায়িকাকে। তারলা দালাল-এর বায়োপিক 'তারলা'-তে (Tarla) মুখ্যভূমিকায় অভিনয় করছেন হুমা কুরেশি (Actor Huma Qureshi )। খাবার নিয়ে লেখিকা ও শেফ তারলা দালালের বায়োপিকের প্রথম লুকই চমকে দিয়েছে দর্শকদের। 


'তারলা'-র বায়োপিক


ছবির পরিচালনা করবেন পীযূষ গুপ্তা। তারলা দালাল ছিলেন একজন ভারতীয় শেফ, ফুড কলমিস্ট। আপাতত মুম্বইয়ে একটি স্টুডিও-তে শুরু হয়েছে 'তারলা' ছবির শ্যুটিং। আপাতত মাত্র কয়েকদিনের শ্যুটিং রয়েছে। জানা গিয়েছে, এই সময়ের মধ্যেই হুমা ছবির প্রায় সব গুরুত্বপূর্ণ অংশের কাজ শেষ করে ফেলবেন। 


আরও পড়ুন: The Lady Killer Shoot: মানালিতে অর্জুন-ভূমি, শুরু হল 'দ্য লেডি কিলার' ছবির শ্যুটিং


প্রয়াত শেফের জীবন নিয়ে তৈরি হচ্ছে ‘তারলা’। ছবি প্রসঙ্গে প্রযোজক অশ্বিনী আইয়ার তিওয়ারি জানান, 'তারলা' ছবির গল্পটি একজন সাধারণ মানুষ থেকে একজন কিংবদন্তি শেফ হওয়ার গল্প নিয়ে তৈরি। এই ছবি একজন কর্মজীবী মায়ের গল্প। যিনি একা হাতে ভারতে নিরামিষ রান্নার চেহারা পরিবর্তন করেছেন। 

ছবি সম্পর্কে হুমা কুরেশি বলেন, 'তারলা দালাল আমাকে আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছে। আমার মায়ের রান্নাঘরে তারলা দালালের বইয়ের একটি কপি ছিল। আমাদের স্কুলের টিফিনের জন্য মা সেই বই দেখে নতুন রেসিপি দেখে বানিয়ে দিতেন। আমার সেই দিনটি খুব মনে পড়ে, যেদিন মা তারলা দালালের বই দেখে আমের আইসক্রিম বানিয়েছিলেন এবং আমি তাঁকে সাহায্য করেছিলাম। 


২০০৭ সালে পদ্মশ্রী পুরষ্কারে সম্মানিত হন 'তারলা'। ২০১৩ সালে ৭৭ বছর বয়সে মৃত্যু হয় তারলার। 


বলিউডে একের পর এক বায়োপিকের ঝড়। বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) খুব শীঘ্রই ব্যাট হাতে নামতে চলেছেন মাঠে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ফাস্টবোলার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক 'চাকদা এক্সপ্রেস' (Chakda Xpress) ছবিতে অভিনয় করতে চলেছেন অনুষ্কা। মুখ্য চরিত্রে তিনিই।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">