কলকাতা: কিছু ছবি, কিছু লেখা... আর অনেকটা মনের কথা। সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ছবি থেকে শুরু করে মায়ানগরীতে প্রথম পা রাখা, পর্দার সামনে সুযোগ পাওয়া... সমস্তটা লিখলেন তিনি। হুমা কুরেশি (Huma Qureshi)। বর্তমানে বলিউডে তাঁর জায়গা পাকা। তাঁর ওয়েব সিরিজ 'মহারানি' (Maharani)-র নতুন সিজন মুক্তি পেয়েছে সদ্যই। আর সেই সিজনের প্রচারেই, বলি-অভিনেত্রী লিখলেন, তাঁর মায়া নগরীর সফর। অন্যদিকে, এই ছবি পরিচিতি তৈরির গল্প। ফুটবল নিয়ে একটি দেশের পরিচিতি তৈরির গল্প। আড়াই মিনিটের ট্রেলার জুড়ে যেন যুদ্ধ, নিজের পরিচিতির জন্য। নিজের দেশের জন্য। মুক্তি পেল 'ময়দান' (Maidan) ছবির ট্রেলার। আর গোটা ট্রেলার জুড়েই, এক ফুটবল কোচের ভূমিকায় নজর কাড়লেন অজয় দেবগণ (Ajay Devgan)। আজ বিনোদন দুনিয়ার সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি।


নিজেকে খোলা চিঠি লিখছেন, কে এই বলি অভিনেত্রী?


কিছু ছবি, কিছু লেখা... আর অনেকটা মনের কথা। সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ছবি থেকে শুরু করে মায়ানগরীতে প্রথম পা রাখা, পর্দার সামনে সুযোগ পাওয়া... সমস্তটা লিখলেন তিনি। হুমা কুরেশি (Huma Qureshi)। বর্তমানে বলিউডে তাঁর জায়গা পাকা। তাঁর ওয়েব সিরিজ 'মহারানি' (Maharani)-র নতুন সিজন মুক্তি পেয়েছে সদ্যই। আর সেই সিজনের প্রচারেই, বলি-অভিনেত্রী লিখলেন, তাঁর মায়া নগরীর সফর। একটি চিঠির আকারে, নিজের মনের কথা লিখেছেন তিনি। আর কাকে উদ্দেশ্য করে লিখেছেন? ১৬ বছর বয়সী হুমাকে। নিজের ছোটবেলাকে। হুমা তাঁর খোলা চিঠিতে লিখছেন, 'প্রিয় ১৬ বছরের আমি, ভাগ্যিস ক্লাস ১১-এ প্রিন্সিপালের অফিসে তুমি আমায় নিয়ে গিয়েছিলে। সেইদিন ভয় পাচ্ছিলেন তুমি, কিন্তু নিজের মঞ্চ-প্রীতির কথা জানাতেই গিয়েছিলে তুমি। ভয়কে জয় করে ঝলমল করে উঠেছিলে তুমি। কলাবিভাগ নিয়ে পড়াশোনা করা ছিল তোমার প্রথম লড়াই। নিজের পছন্দকে বেছে নেওয়ার লড়াই। সবাই তোমায় বলেছিল, তুমি বোকা। তুমি ভুল পথ বাছছো। তুমি অন্যদের মতো হতে পারোনি যারা নিয়মমাফিক জীবনযাপন করেই দিব্য রয়েছে। তোমার সেই জেদকে সাধুবাদ.. তার জন্যই আজ আমি এই সফরের অংশীদার হতে পারলাম। কথা দিচ্ছি, আমার চিরকালের সফরে, নিজের মধ্যের ছোট্ট হুমাকে বাঁচিয়ে রাখব আমি।' এরপরে হুমা লিখেছেন তাঁর মুম্বইয়ে আসার কথা, লড়াইয়ের কথা, বারে বারে প্রত্যাখ্যাত হওয়ার গল্প, কান্নাভেজা রাত কাটানোর গল্প। তিনি প্রসঙ্গ টেনে এনেছেন তাঁর ওয়েব সিরিজেরও। অনুরাগীদের উৎসাহ দিয়ে তিনি যেন বলতে চেয়েছেন, 'যদি ছোট্ট শহর থেকে আসা রানি পারে.. তাহলে তোমরা সবাই পারবে। সমস্ত বাধা-বিপত্তি এড়িয়ে সাফল্য পাবে। তুমি যেমন.. তোমার সমস্ত খুঁত নিয়েই তুমি সুন্দর।'


 






অজয়ের 'ময়দান' জুড়ে ফুটবল আর বাংলার আবেগ


এই ছবি পরিচিতি তৈরির গল্প। ফুটবল নিয়ে একটি দেশের পরিচিতি তৈরির গল্প। আড়াই মিনিটের ট্রেলার জুড়ে যেন যুদ্ধ, নিজের পরিচিতির জন্য। নিজের দেশের জন্য। মুক্তি পেল 'ময়দান' (Maidan) ছবির ট্রেলার। আর গোটা ট্রেলার জুড়েই, এক ফুটবল কোচের ভূমিকায় নজর কাড়লেন অজয় দেবগণ (Ajay Devgan)। এই ছবিতে বাংলার ছোঁয়া রয়েছে।  কোচ সৈয়দ আব্দুল রহিমের ভূমিকায় দেখা যাবে অজয়কে। এছাড়াও এই ছবিতে বাংলা থেকে রয়েছেন একগুচ্ছ তারকা। রয়েছেন রুদ্রনীল ঘোষ (Rudraneil Ghosh), আরিয়ান ভৌমিক (Aryaan Bhowmik)। এছাড়াও রয়েছেন প্রিয়ামণি, গজরাজ রাও (Gajraj Rao)-এর মতো তারকারা। এই সিনেমার একাধিক অংশের শ্যুটিং হয়েছে কলকাতায়। ট্রেলারেও দেখা গেল কলকাতার ট্রাম, কাদাজলে ফুটবল খেলার মতো চিরন্তন সব বাঙালি দৃশ্যের। সত্যঘটনা অবলম্বনে তৈরি এই ছবি মুক্তি পাবে আগামী ঈদে।  করোনা পূর্ববর্তী যুগে এই ছবির শ্যুটিং হয়েছে। এরপরে একাধিকবার ছবি-মুক্তির তারিখ প্রকাশ্যে আসলেও, তা বারে বারেই বিভিন্ন কারণে পিছিয়ে গিয়েছে। অবশেষে ছবির ট্রেলারের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন। অজয় দেবগণ দীর্ঘদিন থেকেই অন্যধারার ছবিতে বারে বারেই মেলে ধরেছেন নিজেকে। আর এবার, একজন ফুটবল কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। একটি ফুটবলের দল তৈরি করা, প্রত্যেক প্লেয়ারকে গড়ে তোলা, পরিবারের সঙ্গে সম্পর্ক, আবেগ-অনুভূতি সবেরই টুকরো টুকরো ঝলক পাওয়া গিয়েছে ট্রেলার জুড়ে। 


 






আরও পড়ুন: Swastika Ghosh Exclusive: এক সময়ে শিয়ালদা স্টেশনে রাত কাটিয়ে শ্যুটিং করতেন, এখন তাঁকে দেখতেই বাড়ির সামনে ভিড়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।