নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে ফের কল্পতরু কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও ৪ শতাংশ বৃদ্ধি করল কেন্দ্র। পাশাপাশি প্রতি ১৪.২ কেজি রান্নার গ্যাসের উপর ৩০০ টাকা করে ভর্তুকি দেবে সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত এই ভর্তুকির মেয়াদ আপাতত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র (DA Hike)।
কেন্দ্রের এই ঘোষণার পর বাংলার সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের সরকারি কর্মীদের মহার্ঘভাতার ফারাক হল ৩৬ শতাংশ। মে মাস থেকে ১৪ শতাংশ হারে ডিএ পাওয়ার কথা রাজ্য সরকারি কর্মীদের। বিষয়টি নিয়ে অসন্তোষের আবহ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। আদালতেই সুরাহা খুঁজছে কর্মচারী ইউনিয়নগুলি।
গত ৮ ফেব্রুয়ারি, রাজ্য বাজেটে, রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ হারে মহার্ঘভাতা বাড়ানোর ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
রাজ্য বাজেটে ঘোষণা অনুযায়ী, ওই ৪ শতাংশ বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হবে মে মাস থেকে। সেই নিরিখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার ফারাক আপাত দৃষ্টিতে কমে ৩২ শতাংশ হয়েছিল। কিন্তু, বৃহস্পতিবার মোদি সরকার আরও ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করায় ফারাক ৩৬ শতাংশই রইল।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূস গয়াল। তিনি জানান, দু'টি প্রস্তাবেই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আরও একবছর রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন দেশের নাগরিকরা। (Modi Government)
এর আগে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ২০২৩ সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের উপর ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করে। প্রতি ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের উপর ১০০ টাকা করে ভর্তুকি বাড়িয়ে ৩০০ টাকা করা হয়। এতে দেশের ১০ কোটি পরিবার উপকৃত হবে এবং এই ভর্তুকি বাবদ সরকারের ১২ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছে কেন্দ্র।
এর পাশাপাশি, মহার্ঘভাতাবাবদ অতিরিক্ত কিস্তির টাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে জমা করাতেও সায় দিয়েছে কেন্দ্র। পেনশনভোগীরাও 'ডিয়ারনেস রিলিফ'-বাবদ টাকা পেয়ে যাবেন। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে হিসেব করে বর্ধিত ৪ শতাংশ হারে ওই টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। বর্তমানে ৪৬ শতাংশ হারে মহার্ঘভাতা পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, তা বেড়ে হল ৫০ শতাংশ। মূল্যবৃদ্ধিকে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্র। এই বাবদ কেন্দ্রের ১২.৮৬৮.৭২ কোটি টাকা খরচ হবে সরকারের। দেশের ৪৯.১৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এতে উপকৃত হবেন। উপকৃত হবেন ৬৮ লক্ষ পেনশনভোগী। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ীই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
প্রযুক্তি ক্ষেত্রে যন্ত্রমেধাকে উপযোগী করে তুলতে আগামী পাঁচ বছরের জন্য ১০.৩৭১.৯৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। 'India AI Mission' প্রকল্পে অনুমোদন দিয়েছে তারা। এর আওতায় ভর্তুকিপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে AI নির্ভর কম্পিউটার পরিষেবার গুণমান বৃদ্ধিতেও টাকা দেবে কেন্দ্র। স্টার্ট আপগুলিকেও আর্থিক সাহায্য প্রদান করবে তারা।