হায়দরাবাদ: মুক্তির আগেই ‘বাহুবলী জ্বরে’ আক্রান্ত হায়দরাবাদ। আগামীকাল শুক্রবার সিনেমাটি মুক্তি পাবে। তার ৪৮ ঘন্টা বুধবার থেকেই আগে সিনেমা দেখার টিকিট সংগ্রহের জন্য সিনেপ্রেমীদের আকূল আগ্রহ চোখে পড়ল। শহরের এক সিনেমা হল থেকে অন্য সিনেমা হলে হন্যে হয়ে ঘুরেছেন তাঁরা।

সিনেমার টিকিট সংগ্রহের জন্য দীর্ঘ লাইনের ভিডিও-ও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, টিকিটের লাইন তিন কিলোমিটার ছাড়িয়েছে। প্রসাদ ইম্যাক্স থিয়েটারের সামনের ওই সুদীর্ঘ লাইন দেখা গিয়েছে। ‘বাহুবলী:দ্য কনক্লুসন’ সিনেমার আগাম টিকিটের জন্য লাইনের ছবি বুধবার সকাল সাতটার। কেউ কেউ টিকিট হাতে পেয়ে হাসিমুখে বাড়ি ফিরেছেন। কাউকে আবার হতাশ হতে হয়েছে।

হায়দরাবাদে সিনেমার সাধারণ টিকিটের দাম আড়ইশো টাকার বেশি নয়। কিন্তু 'বাহুবলী' দেখার যা আগ্রহ তাতে ওই দাম ৬০০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে বলে ওয়াকিবহাল মহল সূত্রে খবর। কালোবাজারে তো টিকিট ১ থেকে ৪ হাজার টাকায় বিকোচ্ছে বলে সূত্রে খবর।