যোধপুর: '৯৮-এর কৃষ্ণসার হরিণ শিকার মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করলেন সলমন খান।তাঁর দাবি, স্বাভাবিক কারণে কৃষ্ণসার হরিণের মৃত্যু হয়, এতে তাঁর কোনও হাত নেই। এই মামলায় যোধপুর আদালতে এদিন সলমন ছাড়াও উপস্থিত ছিলেন সেফ আলি খান, তব্বু, নীলম ও সোনালি বেন্দ্রে। এঁরা সকলেই কৃষ্ণসার শিকার মামলায় অভিযুক্ত।

‘হাম সাথ সাথ হ্যায়’-এর শ্যুটিং চলাকালীন সলমন খান জঙ্গল সাফারিতে গিয়ে ২টি কৃষ্ণসার হরিণ ও দুটি চিঙ্কারা শিকার করেন বলে অভিযোগ। অন্যান্য অভিযুক্তরা হইহই করে তাঁকে উৎসাহ দিচ্ছিলেন। এঁদের সকলের বিবৃতি এদিন আদালতে রেকর্ড করা হয়েছে।

সলমন দাবি করেছেন, ছবির শ্যুটিং যখন হত না, নিরাপত্তাজনিত কারণে তিনি  হোটেল ছাড়া অন্য কোথাও বেরোতেন না। তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে।

এর আগে আদালত ২৫ তারিখ এঁদের হাজির হওয়ার জন্য নোটিশ দেয়। কিন্তু প্রজাতন্ত্র দিবসের আগের দিন নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আরও সময় চান এঁরা।





সরকারপক্ষের আইনজীবী এখনও পর্যন্ত ২৮জন সাক্ষীকে এই মামলায় হাজির করেছেন। তবে দীর্ঘদিন ধরে চলতে থাকা এই মামলায় সলমন খানকে এখনও পর্যন্ত কোনও সমস্যা পড়তে হয়নি। এমনকী গত সপ্তাহেই এই মামলায় বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দিয়েছে আদালত।

গত বছরও চিঙ্কারা হত্যা মামলা সংক্রান্ত দুটি মামলা থেকে রাজস্থান হাইকোর্ট সলমনকে অব্যাহতি দেয়।