ব্যক্তি হিসেবে আমি আজও সোনাক্ষীকে পছ্ন্দ করি, বললেন নায়িকার 'প্রাক্তন' অর্জুন কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Apr 2017 05:15 PM (IST)
মুম্বই: একসময় বলিউডে কানাঘুষোয় শোনা যেত ২০১৫ সালে 'তেভর'-এর শ্যুটিংয়ের সময় জমিয়ে প্রেম করেছিলেন অর্জুন কপূর এবং সোনাক্ষী সিংহ। তারপর আরব সাগরে অনেক জল গড়িয়ে গেছে। প্রথমে তাঁদের সম্পর্ক বেশ গাঢ়ও হতে থাকে। কিন্তু পুরো বিষয়টার স্থায়িত্ব খুব কম ছিল। তারপর দুজনে আলাদা পথে তো হাঁটলেনই, একে অপরকে এড়িয়েও চলতেন কোনও পার্টিতে বা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। অবশেষে দীর্ঘদিন পর সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন অর্জুন, বললেন সোনাক্ষীর সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়েও। অর্জুনের কথায় সম্পর্ক না এগোলেও, তিনি সোনাক্ষীকে ব্যক্তি হিসেবে এখনও সম্মান করেন। সোনাক্ষীর সাম্প্রতিক কাজের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন অর্জুন।