মুম্বই: চলতি বছরের প্রথমেই মুক্তি পেয়েছে 'ছপক'। আর ঠিক তার আগেই একটি ঘটনায় প্রায় তোলপাড় হয়ে গিয়েছিল বিনোদন থেকে রাজনৈতিক জগৎ। জেএনইউ ক্যাম্পাসে তাণ্ডবের প্রতিবাদে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেই ঘটনা নিয়েই এবার মুখ খুললেন 'ছপক' ছবিতে দীপিকার সহ অভিনেতা বিক্রান্ত মেসি।
ছবি মুক্তির আগে দীপিকার জেএনইউতে যাওয়া নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। অনেকেই বলেছিলেন, ছবির প্রচারের জন্য জেএনইউতে গিয়েছিলেন দীপিকা। ছপক বয়কট করার কথাও বলেছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিক্রান্ত বলেন, 'আমি এই বিষয়ে কারও পক্ষ নিয়ে কথা বলতে চাই না কারণ এটা খুব স্পর্শকাতর ব্যাপার। তবে একজন সহ অভিনেতা হিসাবে, একজন শিল্পী হিসাবে আমি বলতে চাই এটা জেএনইউতে যাওয়া সম্পূর্ণ দীপিকার সিদ্ধান্ত। একজন বন্ধু হিসাবে আমি ওঁর সিদ্ধান্তেকে শ্রদ্ধা করি আর বলতে চাই আমি গর্বিত দীপিকার জন্য। আমরা সবাই একই ভাষায় কথা বলছি।'
বিক্রান্ত আরও বলেন, 'এটা খুব দুঃখের বিষয় যে অনেকে এই ছবি বয়কট করার কথা বলেছিলেন। আমরা এই ছবির মধ্যে দিয়ে সামাজিক ব্যাধি ও হিংসার বিরুদ্ধেই কথা বলেছি। গোটা পৃথিবীতে অ্যাসিড আক্রান্তের মতো ঘৃণ্য কাজের প্রতিবাদের তৈরি হয়েছিল এই ছবি। কিন্তু এক রাতের মধ্যেই সব পরিবর্তন হয়ে যায়।'
বহু তর্ক বিতর্কের পরেও বক্স অফিসে সাফল্য পেয়েছিল বিক্রান্ত দীপিকার 'ছপক'
দীপিকার প্রশংসায় পঞ্চমুখ এই অভিনেতা! জানেন কেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jun 2020 12:29 PM (IST)
জেএনইউ ক্যাম্পাসে তাণ্ডবের প্রতিবাদে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেই ঘটনা নিয়েই এবার মুখ খুললেন 'ছপক' ছবিতে দীপিকার সহ অভিনেতা বিক্রান্ত মেসি।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -