লস অ্যাঞ্জেলস:  ‘আমি বউ হিসাবে ভীষণ খারাপ হব, কারণ আমি রান্না করতে পারি না’ নিক জোনাস বিয়ের প্রস্তাব দেওয়ার পর প্রথম এই কথাটাই নাকি বলেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। সম্প্রতি এবিসি-র চ্যাট শো ‘দ্য ভিউ’তে এসে একথা জানিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।

আমেরিকার পপ তারকা নিক জোনাসের সঙ্গে গত ডিসেম্বরে বিয়ে হয় বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার। এবার নিকের গাওয়া একটি গানের ভিডিওতে দেখা যাবে প্রিয়ঙ্কাকে। মিউজিক ভিডিও আর নিজের বিয়ের কথা বলতেই চ্যাট শো তে এসেছিলেন প্রিয়ঙ্কা। তার সেখানে এসেই গল্পের ছলে বলে ফেললেন বিয়ের আগে নিক প্রিয়ঙ্কার মধ্যে হওয়া সেই মজার কথোপকথন।







প্রিয়ঙ্কা নিককে বলছিলেন, তাঁর মা খুব ভালো রান্না করেন আর নিক হয়তো তাতেই অভ্যস্থ। কিন্তু কেবলমাত্র ডিম ছাড়া আর কিছুই রান্না করতে পারেন না প্রিয়ঙ্কা।

উত্তরে নিক প্রিয়ঙ্কাকে বলেন, তিনি নিজেও কিছু রান্না করতে জানেন না। আশ্বস্ত হন পিগি চপস।



গত বছর ডিসেম্বরে রাজস্থানে বিয়ে হয় নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়ার। বর্তমানে রান্নার কী ব্যবস্থা একথা না জানলেও লস অ্যাঞ্জেলসে বর্তমানে বেশ সুখেই রয়েছেন দম্পতি।