মুম্বই: সম্পর্কে রয়েছেন বেশ কিছুদিন। মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কপূরের মেলামেশা নিয়ে বলিউডে চর্চার অন্ত নেই। সম্পর্ক নিয়ে কী ভাবছেন তাঁরা? কবে পাকাপাকিভাবে কপূর পরিবারের সদস্য হচ্ছেন মালাইকা? প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে অর্জুন-ভক্তদের মনে।
এবার জবাব পাওয়া গেল সরাসরি অর্জুনের কাছে থেকেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অর্জুন জানান, ভাঙা সংসার থেকে এলেও বিয়ের প্রতি আস্থা হারাননি তিনি।
‘আমার আশেপাশে বহু সুখী দম্পতি আছে। তাই বিয়ে করার মধ্যে খারাপ কিছু দেখি না। তার মানে এই নয়, ঝাঁপিয়ে পড়ে বিয়ে করে ফেলতে হবে! জীবন নিজে থেকেই সেই পথে নিয়ে যাবে। সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করার আছে। ভাল-মন্দ আসবে। তারপর দেখা যাবে সম্পর্ক কোনদিকে গড়ায়।’
প্রসঙ্গত উল্লেখ্য, অর্জুন ও বোন অনশূলা পরিচালক বনি কপূর ও তাঁর প্রথম স্ত্রী মোনার সন্তান। এরপর মোনার সঙ্গে বিচ্ছেদের পর শ্রীদেবীকে বিয়ে করেন বনি। তাঁদের দুই সন্তান জাহ্নবী ও খুশি কপূর। আগে শ্রীদেবীর থেকে দূরত্ব বজায় রাখলেও, তাঁর মৃত্যুর পর জাহ্নবী-খুশির সঙ্গে ভালই সম্পর্ক অর্জুনের।
বলিউডে অর্জুন এখন অন্যতম এলিজেবল ব্যচেলর। তাই তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। অনুরাগীদের উৎসাহের অবসান ঘটিয়ে বনি-পুত্রের জবাব, আমি এখন ৩৩। বিয়েটাই সম্পর্কের শেষ কথা নয়।
‘ভাঙা সংসার থেকে এসেছি, কিন্তু বিয়েতে বিশ্বাস করি’: অর্জুন কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2019 06:50 PM (IST)
‘আমার আশেপাশে বহু সুখী দম্পতি আছে। তাই বিয়ে করার মধ্যে খারাপ কিছু দেখি না। তার মানে এই নয়, ঝাঁপিয়ে পড়ে বিয়ে করে ফেলতে হবে!’, বললেন অর্জুন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -