লন্ডন: মহেন্দ্র সিংহ ধোনির দুর্বলতার জায়গা খুব বেশি নেই, আর যদি থেকেও থাকে, তাহলেও তা আগামী রবিবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ফর্মে থাকা অস্ট্রেলিয়া দলকে জানাবেন না মাইকেল হাসি। উল্লেখ্য, আইপিএলে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ হাসি।
আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোণঠাসা অবস্থা থেকে পাল্টা লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। ওভালে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া আরও বেশি উদ্যম নিয়ে ঝাঁপাবে বলেই মনে করা হচ্ছে।
আইপিএসে ধোনির সঙ্গে সিএসকে-র হয়ে খেলেছেন হাসি, কোচ হিসেবে খুব কাছ থেকে দেখেছেন।
তাহলে ধোনির সম্পর্কে তাঁর ধারণা কি অস্ট্রেলিয়ার কোচিং টিমকে জানাবেন? সংবাদসংস্থাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্কারে হাসি বলেছেন, কোনওভাবেই নয়। আর ওর খুব বেশি দুর্বলতাও নেই।
একইসঙ্গে অবশ্য হাসি আত্মবিশ্বাসী যে, ভারতের প্রাক্তন অধিনায়ক বিরুদ্ধে নিজেদের পরিকল্পনা নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া।
তিনি বলেছেন, প্রত্যেক দলই সমস্ত খেলোয়াড়দের সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করে।আই আমি নিশ্চিত অস্ট্রেলিয়ারও এমএসডি ও সমস্ত ভারতীয় প্লেয়ারদের জন্য পরিকল্পনা থাকবে।
হাসি বলেছেন, ধোনি তাঁর শক্তি সম্পর্কে খুবই সচেতন। হাসি বলেছেন, ধোনি একজন দুরন্ত প্রতিপক্ষ। চাপের মুখে অন্যদের তুলনায় অনেক বেশি ধৈর্য্য ধরেন তিনি। একইসঙ্গে ধোনি চৌকস খেলোয়াড়, যিনি হিসেব কষে খেলেন। নিজের শক্তি সম্পর্কে সচেতন তিনি এবং সেই অনুযায়ীই খেলেন ধোনি।
কিছুদিন আগে ধোনির স্ট্রাইক রেট নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। এ ব্যাপারে অস্ট্রেলিয়ার ২০০৭-এর বিশ্বকাপজয়ী দলের সদস্য হাসি বলেছেন, ফিনিসার মোডে ফেরার আগে কিছুটা সময় নিলে দোষের কিছু নেই।
হাসি বলেছেন, পরিস্থিতি অনুযায়ী খেলেন ধোনি। শুধু তাই নয়, উইকেটে থিতু হতে ইনিংসের শুরুতে নিজেকে কিছুটা সময় দিতে পছন্দ করেন। খেলা বা ইনিংস ফিনিস করার দায়িত্ব নিতেও ধোনি পছন্দ করেন।
হাসি মনে করেন যে, শুধুমাত্র ধোনির উপস্থিতি এবং খেলাকে গভীরে নিয়ে যাওয়ার ক্ষমতা বিপক্ষকে কোণঠাসা করে দেয়।