মুম্বই: ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে এবার সরব হলেন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান। তাঁর দাবি, সোমবার রাখি উপলক্ষে ছুটি বহাল থাকলেও, শুক্রবার ঈদের ছুটি বাতিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে সরব হয়েছেন তিনি। একইসঙ্গে তাঁর বক্তব্য, ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবেই তাঁর বিচার করা হোক।

সোশ্যাল মিডিয়ায় বাবিল লিখেছেন, ‘আপনারা সংক্ষেপে কোনও খারাপ শব্দ ব্যবহার না করে বা কেরিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কা ছাড়াই গোটা ঘটনা জানতে চান? শুক্রবার ঈদের জন্য বাধ্যতামূলক ছুটি বাতিল করা হয়েছে। তবে সোমবার রাখির ছুটি থাকছে। ঠিক আছে, তাহলে কোনও সমস্যা নেই। শনিবার ঈদ না থাকলেও আমি ঈদ পালন করব।’

বাবিল আরও লিখেছেন, ‘ক্ষমতাসীন ব্যক্তিদের বিষয়ে আমার কী মনে হচ্ছে, সেটা লিখতে পারব না! আমার টিম সতর্ক করে দিয়েছে, এর ফলে আমার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। আপনারা ভাবতে পারেন? আমি ভীত, সন্ত্রস্ত। আমি এরকমভাবে থাকতে চাই না। আমি আবার মুক্তি অনুভব করতে চাই। আমি চাই না ধর্মের ভিত্তিতে আমার বিচার করা হোক। ভারতের সব নাগরিকের মতো আমিও একজন মানুষ। ধর্মটাই আমার পরিচয় না।’

এ বছরের এপ্রিলে মৃত্যু হয় ইরফানের। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত বাবার বিষয়ে লিখে চলেছেন বাবিল। এবার তিনি দেশের বিষয়েও নিজের ভাবনা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ভারতকে ভালবাসেন। তিনি বক্সার, কেউ তাঁকে দেশ-বিরোধী বললে ঘুঁষি মেরে নাক ভেঙে দেবেন। তাই কেউ যেন সেই চেষ্টা না করে।