মুম্বই: করোনা সংকটে ২৯ মার্চে শুরু হওয়ার কথা থাকলেও পিছিয়ে গিয়েছে আইপিএল। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় আপাতত ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে বোর্ড। ফাইনাল হওয়ার কথা ৮ নভেম্বর। আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পরে সরকারিভাবে পূর্ণাঙ্গ সূচি ঘোষিত হতে পারে। তবে সূ্ত্রের খবর, সরকারি ঘোষণার আগে আইপিএল নিয়ে ফের নতুন দিনক্ষণ ভাবা হচ্ছে।
আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানিয়ে রেখেছিলেন, ১৯ সেপ্টেম্বর লিগ শুরু। ফাইনাল ৮ নভেম্বরে ধরেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু হঠাৎ করে শোনা যাচ্ছে, ৮ নয়, আইপিএলের ফাইনাল হতে পারে ১০ নভেম্বর। ত্রয়োদশ আইপিএলের ফাইনাল দুদিন পিছতে পারে।


১০ নভেম্বর আইপিএল ফাইনাল হলে, টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম সপ্তাহের মাঝে ফাইনাল আয়োজন হবে। কারণ ১০ নভেম্বর মঙ্গলবার। প্রতিবারই আইপিএলের ফাইনাল রবিবার হয়। এবার কোভিড পরিস্থিতিতে আইপিএলে অনেক কিছু পাল্টাচ্ছে। লিগ পিছিয়ে প্রথমবার সেপ্টেম্বরে আইপিএল হওয়ার পাশাপাশি এবার রবিবারের বদলে হয়ত সপ্তাহের মাঝেই হতে পারে ফাইনাল।

শোনা যাচ্ছে, দীপাবলীর সপ্তাহ কাজে লাগাতে চাইছে টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেল। তাই এই বদলের সম্ভাবনা। সেক্ষেত্রে অবশ্য পাল্টে যাবে ভারতীয় ক্রিকেটারদের সূচিও। আইপিএলের পরই অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা বিরাট কোহলিদের। প্রাথমিকভাবে ঠিক ছিল, আইপিএল খেলে দেশে ফিরে তারপর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন ক্রিকেটারেরা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহি থেকেই অস্ট্রেলিয়া রওনা হয়ে যেতে পারেন ভারতীয় ক্রিকেটারেরা।