মুম্বই: হৃদয়ের আদানপ্রদানের ক্ষেত্রে বাস্তবকে বিচার করার ওপর জোর দেন তিনি। এমনটাই জানালেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। অভিনেত্রী জানিয়ে দেন, তিনি ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ বা প্রথম দর্শনে প্রেম-মার্কা তত্ত্বে বিশ্বাসী নন।
অনুষ্কা বলেন, আমি ভীষণই বাস্তববাদী মানুষ। আমি অন্ধের মত প্রথম দর্শনে কারও প্রেমে পড়ি না। অনুষ্কার দাবি, তিনি প্রেম বিষয়টাই বোঝেন না! বললেন, আমি এই (প্রেম) জিনিসটাই বুঝি না। আমি কোনওদিন বুঝতে পারিনি, কোনও পুরুষ আমার প্রেমে পড়েছে কি না। সেক্ষেত্রে তাঁদের প্ল্যাকার্ড তুলে ধরে বলতে হবে।
ফ্লার্ট করাও তিনি বোঝেন না বলে দাবি করেন অনুষ্কা। বললেন, আমি ফ্লার্টিং বুঝি না। তাই যে আমাকে ভালবাসে তাঁকে এগিয়ে এসে আমাকে জানাতে হবে যে, সে আমাকে ভালবাসে। না হলে, আমি সবাইকে ভাল বন্ধু বলেই মনে করি।
অনুষ্কা অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির গল্পটি একটি ব্যর্থ প্রেমের গল্পকে ঘিরে। এই প্রসঙ্গে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, ব্যক্তিগত জীবনেও কি তিনি এই ব্যর্থতার সম্মুখীন হয়েছেন? উত্তরে অনুষ্কা জানান, তিনি বাস্তববাদী।
অনুষ্কার দাবি, সহজে কাউকে তাঁর পছন্দ হয় না। তিনি যোগ করেন, যখন কলেজে তাঁর বন্ধুদের দেখতেন বিভিন্ন লোকের ওপর ক্রাশ (মোহ) থাকত, তখন তাঁর মনে হত, ওদের মধ্যে কিছু গণ্ডগোল রয়েছে। তাই আজও তিনি সবকিছু এড়িয়ে চলেন।
আমি বাস্তববাদী, অন্ধের মত প্রেমে পড়ি না: অনুষ্কা
Web Desk, ABP Ananda
Updated at:
26 Oct 2016 02:57 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -