সলমনের সঙ্গে রোজ দেখা হয় না কিন্তু আমরা পরস্পরকে সম্মান করি: অক্ষয়কুমার
ABP Ananda, Web Desk | 30 Jan 2017 10:56 AM (IST)
মুম্বই: সলমন খান আর অক্ষয়কুমারকে বেস্ট ফ্রেন্ডের ব্র্যাকেটে ফেলা যাবে না। কিন্তু তাঁরা পরস্পরকে সম্মান করেন। অন্তত অক্ষয়কুমার দাবি করেছেন এমনই। এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছেন, বন্ধুত্ব মানে যে আপনার সঙ্গে রোজ দেখা করতে হবে, তা তো নয়। তিনি সলমনের বাড়ি যান না, সলমনও আসেন না তাঁর বাড়িতে। কিন্তু পারস্পরিক শ্রদ্ধা রয়েছে তাঁদের ভেতরে। তিনি সলমনকে পছন্দ করেন, সলমনও পছন্দ করেন তাঁকে। সলমন ও কর্ণ জোহরের প্রযোজিত একটি ছবিতে নায়ক হচ্ছেন অক্ষয়। সামনের বছর মুক্তি পাবে ছবিটি। অক্ষয় বলেছেন, এই প্রথম একজন নামি অভিনেতা তাঁকে দিয়ে ছবি সই করালেন। হলিউডে দেখা যায়, একজন বড় স্টার আর একজন বড় স্টারকে দিয়ে ছবি করাচ্ছেন। যদি বলিউডেও তা সফলভাবে হয়, তাহলে এটা ট্রেন্ড হয়ে যাবে। তাঁর ওপর নিজের টাকা খাটানোর জন্য সলমনকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, ছবিটি হবে ১৮৯৭-র বিখ্যাত ব্যাটল অফ সারাগাঢ়িকে ঘিরে। যদিও অক্ষয়ের দাবি, ছবির বিষয় নিয়ে আলোচনা চলছে, এখনও কিছুই চূড়ান্ত হয়নি।