কানাডার কুইবেকে ধর্মস্থানে তিন বন্দুকবাজের হানা, নিহত অন্তত ৬
Web Desk, ABP Ananda | 30 Jan 2017 08:52 AM (IST)
কুইবেক: কানাডার কুইবেক শহরে একটি ধর্মস্থানে হামলা চালাল তিন অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ। তাদের অতর্কিত হানায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাত আটটা নাগাদ প্রার্থনা চলাকালীন গুলি চালাতে শুরু করে তিন বন্দুকবাজ। সেই সময় ওই ধর্মস্থানে অন্তত ৪০ জন ছিলেন। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। দু জন বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে। ওই অঞ্চল ঘিরে ফেলা হয়েছে। ওই ধর্মস্থানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দাবি, জাতিবিদ্বেষের কারণেই এই হামলা। গত বছরের জুন মাসে ওই ধর্মস্থান অপবিত্র করা হয়েছিল। এবার সেখানে হামলা চালানো হল। পুলিশ জানিয়েছে, এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবেই গণ্য করা হচ্ছে। কানাডা সরকার এই হামলার নিন্দা করেছে।