বিকিনি না পরে কী করে সাঁতার কাটব? ট্রোলের পাল্টা নেটিজেনদের প্রশ্ন মালাইকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 May 2018 03:51 PM (IST)
1
2
তাঁদের সরাসরি মালাইকার প্রশ্ন, সাঁতার কাটতে জলে মানুষ কি পরে নামবেন বলে এই নীতি পুলিশরা আশা করেন?
3
ছবিটি দেখে খারাপ মন্তব্য করেন কিছু নেটিজেনরা।
4
স্বাভাবিক ভাবেই তাঁর পরণে ছিল বিকিনি, যেটাকে অভিনেত্রী স্যুইম স্যুট বলতেই বেশি স্বচ্ছন্দবোধ করছেন
5
সেখানে তাঁকে জলের তলায় সাঁতার কাটতে দেখা যায় বিকিনি পরে।
6
গতবছর মালদ্বীপে কাটানো কিছুমুহূর্তের ছবি সম্প্রতি টুইটারে শেয়ার করেন মালাইকা।
7
তবে নেটিজেনদের আক্রমণের সামনে গুটিয়ে না গিয়ে এবার মালাইকার পাল্টা কড়া জবাব সোশ্যাল মিডিয়ার নীতি পুলিশদের।
8
নিজের পোশাক, লাইফ স্টাইলের জন্যে মাঝেমধ্যেই নেটিজেনদের ট্রোলের সম্মুখীন হতে হয় বলিউড অভিনেত্রী মালাইকা আরোরাকে।