রণবীর কপূরের সঙ্গে সিগারেট নিয়ে ভাইরাল ছবি বিতর্কে অবশেষে মুখ খুললেন মাহিরা
(Photos: Mahira Khan Instagram)
মাহিরা বর্তমানে পাকিস্তানে দু-দুটি সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত।
উল্লেখ্য, মাহিরার রইস সিনেমা পাকিস্তানে রিলিজ হয়নি। তিনি বলেছেন, দেশে ওই সিনেমার মুক্তি নিয়ে তিনি খুবই উত্সুক ছিলেন।
তিনি বলেছেন, এ ধরনের বিতর্কে বুঝতে পারি যে, দেশের যে সমস্ত লোক এক ভালোবাসা ও সম্মান দেন, তাঁরা এ ধরনের ছবি দেখতে একেবারেই পছন্দ করেন না।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে রণবীরের সঙ্গে মাহিরার এই ছবি ঘিরে বিতর্ক ছড়ায়। রইস সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছে তাঁর।
বিতর্কের মুখে পড়ার ব্যাপারে মাহিরা বলেছেন, আমার পুরো কেরিয়ারে এভাবে বিতর্কে এই প্রথমবার জড়িয়ে পড়ি।এটা কিছুটা অদ্ভূত ছিল, কারণ এরসঙ্গে আরও অনেক কিছু ছিল। এ ধরনের ছবি কেউ তুলে ফেললে তো খারাপ লাগবেই। তাছাড়া, অনুরাগীরা তাঁকে যে এভাবে দেখতে পছন্দ করেন না, তা পরে বুঝতে পারেন তিনি।
তিনি ওই বারেই প্রথম কোনও বিতর্কে জড়িয়েছিলেন বলেও জানিয়েছেন মাহিরা।
মাহিরা বলেছেন, প্রথমে ওই ছবি নিয়ে বিতর্ক তাঁর অদ্ভূত মনে হয়েছিল। পরে রণবীর কপূরের সঙ্গে একসঙ্গে সিগারেট টানার ওই ওই ছবি সম্পর্কে গলতিটা অনুভব করেন তিনি।
রণবীর কপূরের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন পাক অভিনেত্রী মাহিরা খান।