নয়ডা: বিগ বস-এ নিজের বিয়ের কথা লুকনোয় বিতর্কে মনবীর গুর্জর। তবে এই সিজনের বিগ বস জয়ী মনবীরের দাবি, তিনি বিয়ে করেন ঠিকই তবে অল্পদিনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তাই ওই রিয়্যালিটি শোয়ের মঞ্চে বিয়ের কথা জানানোর প্রয়োজন বোধ করেননি তিনি।
ইনস্টাগ্রামে মনবীরের বক্তব্য, পারিবারিক চাপ আর ইমোশনাল ব্ল্যাকমেলের জেরে ২০১৪-য় বিয়ে করতে বাধ্য হন তিনি। কিন্তু ৫ মাস পর ছাড়াছাড়ি হয়ে যায়। তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে নিজের বাড়ি ফিরে যান। নিজেকে কখনও বিবাহিত বলে মনে হয়নি, তাই বিয়ের কথা বিগ বস-এ জানানোর প্রয়োজন মনে করেননি তিনি।
সলমন খান পরিবেশিত এই শো-এ কমোনার টিম থেকে জয়ী হয়েছেন মনবীর। হারিয়েছেন বাণী জে ও লোপামুদ্রা রাউতের মত সেলেবদের। পুরস্কার হিসেবে ৪০লক্ষ টাকা পেয়েছেন তিনি। তবে তাঁর বাবা কথা দিয়েছেন, পুরস্কার পাওয়া অর্থের ৫০ শতাংশ দান করা হবে সলমনের দাতব্য প্রতিষ্ঠান বিইং হিউম্যান-কে।
আমি ডিভোর্সি, তাই জানাইনি বিয়ের কথা, বললেন ‘বিগ বস’ জয়ী মনবীর গুর্জর
ABP Ananda, Web Desk
Updated at:
04 Feb 2017 05:35 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -