মুম্বই: সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল তাঁর। তাই বনশালী যখন তাঁকে ‘ব্ল্যাক’-এর শিক্ষক চরিত্র অফার করেন, এক কথায় রাজি হয়ে যান তিনি। কোনও পারিশ্রমিকও নেননি। জানালেন অমিতাভ বচ্চন। ‘ব্ল্যাক’-এর ১২ বছর উপলক্ষ্যে একটি ব্লগ লিখেছেন তিনি। সেখানেই জানিয়েছেন এই তথ্য।


গোটা দেশের ফিল্মমোদীদের কাছে দারুণভাবে সমাদৃত হয় এক অন্ধ, বোবা মেয়ের ছবি ‘ব্ল্যাক’। বিগ বি জানিয়েছেন, ও ধরনের ছবিতে কাজ করতে পারাই তাঁর কাছে যথেষ্ট ছিল, তাই পারিশ্রমিকের প্রশ্নই ছিল না। ৭৪ বছরের অভিনেতা লিখেছেন, সঞ্জয়ের ছবি দেখে তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহী হয়ে পড়েন তিনি। সেই সুযোগ যখন আসে, প্রকৃতই অভিভূত হয়ে যান।

হেলেন কেলারের জীবন নিয়ে তৈরি ছবিটিতে মুখ্য ভূমিকায় ছিলেন রানি মুখোপাধ্যায়। আর বিগ বি করেন তাঁর শিক্ষকের চরিত্র। এই ছবির জন্য তিনি সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পান। ছবিটি হিন্দি ক্যাটাগরিতে সেরা ফিচার ফিল্মের স্বীকৃতি পায়। অমিতাভ জানিয়েছেন, বর্ষীয়াণ অভিনেতা দিলীপ কুমার অশক্ত শরীর নিয়েই উপস্থিত হন ছবির প্রিমিয়ারে, তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেন। সেটাই তাঁর জীবনের সেরা মুহূর্ত।

ছবি শেষের পর দিলীপ কুমার হলের বাইরে দাঁড়িয়ে ছিলেন, অমিতাভের হাত ধরে তাঁর চোখে চোখ রাখেন। সেই মুহূর্তটি সারা জীবন থেকে যাবে তাঁর সঙ্গে। ১২ বছর হয়ে গেল ছবিটি মুক্তি পেয়েছে, ছবির সঙ্গে যুক্ত প্রতিটি মুহূর্ত পাথরের অক্ষরে খোদাই করা রয়েছে তাঁর মনে।