অমিতাভের অনুমতি নিয়েই 'গুলাবো সিতাবো'-র চিত্রনাট্য লেখা শুরু করেছিলেন জুহি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jun 2020 12:47 PM (IST)
অ্যামাজন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত 'গুলাবো সিতাবো'। অমিতাভের অনুমতি নিয়েই 'গুলাবো সিতাবো'-র চিত্রনাট্য লেখা শুরু করেছিলেন জুহি চতুর্বেদী
NEXT
PREV
মুম্বই: অ্যামাজন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত 'গুলাবো সিতাবো'। ছবির পরিচালনায় ছিলেন সুজিত সরকার ও তাঁর সঙ্গে মিলে চিত্রনাট্য লিখেছেন জুহি চতুর্বেদী। মুক্তির পর ছবির গল্প নিয়ে কী বলছেন লেখিকা? শুনুন
জুহি বলছেন, 'ছোটবেলা থেকেই আমি খুব সাধারণ জীবনযাপন করেছি। আমার আশেপাশে বহু চরিত্র ছিল যাঁরা আমায় খুব আকর্ষণ করত। আমার সুবিধা ছিল আমি তাঁদের সঙ্গে অনায়াসেই মিশে যেতে পারতাম।'
ছবিতে মির্জা-র চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। জুহি বলছেন, ২০১৭ সালে নাকি তিনি অমিতাভের সঙ্গে এই চরিত্র নিয়ে আলোচনা করেন। অমিতাভ রাজি হতেই তিনি চিত্রনাট্য লেখা শুরু করেছিলেন। কারণ হিসাবে জানিয়েছিলেম, লখনউ-এর গল্প বলার এত ভালো সুযোগ নাকি আর পাবেন না তিনি।
২০১৭ সালেই গুলাবো সিতাবোর গল্প লেখা শুরু করেন তিনি। ২০১৮ সালে চিত্রনাট্য শেষ করেন তিনি। অমিতাভের সম্মতিকেই নাকি এই চিত্রনাট্য লিখেছিলেন তিনি।
মুম্বই: অ্যামাজন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত 'গুলাবো সিতাবো'। ছবির পরিচালনায় ছিলেন সুজিত সরকার ও তাঁর সঙ্গে মিলে চিত্রনাট্য লিখেছেন জুহি চতুর্বেদী। মুক্তির পর ছবির গল্প নিয়ে কী বলছেন লেখিকা? শুনুন
জুহি বলছেন, 'ছোটবেলা থেকেই আমি খুব সাধারণ জীবনযাপন করেছি। আমার আশেপাশে বহু চরিত্র ছিল যাঁরা আমায় খুব আকর্ষণ করত। আমার সুবিধা ছিল আমি তাঁদের সঙ্গে অনায়াসেই মিশে যেতে পারতাম।'
ছবিতে মির্জা-র চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। জুহি বলছেন, ২০১৭ সালে নাকি তিনি অমিতাভের সঙ্গে এই চরিত্র নিয়ে আলোচনা করেন। অমিতাভ রাজি হতেই তিনি চিত্রনাট্য লেখা শুরু করেছিলেন। কারণ হিসাবে জানিয়েছিলেম, লখনউ-এর গল্প বলার এত ভালো সুযোগ নাকি আর পাবেন না তিনি।
২০১৭ সালেই গুলাবো সিতাবোর গল্প লেখা শুরু করেন তিনি। ২০১৮ সালে চিত্রনাট্য শেষ করেন তিনি। অমিতাভের সম্মতিকেই নাকি এই চিত্রনাট্য লিখেছিলেন তিনি।
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -