আমিরের সিনেমা সেরকম দেখিনি, ওঁর সঙ্গে কাজের জন্যে কখনও পাগল হইনি: জায়রা ওয়াসিম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Oct 2017 03:45 PM (IST)
মুম্বই: আমির খানের ছবি দঙ্গল-এর হাত ধরেই বলিউডে পা। কিন্তু সেই আমিরেরই তেমন কোনও ছবি দেখা হয়নি জায়রা ওয়াসিমের। গত বছর এই ছবিতেই আমিরের ছোট মেয়ে গীতা ফোগটের চরিত্রে অভিনয় করেছিলেন জায়রা। আর তাঁর পারফর্ম্যান্সের জন্যে পেয়েছেন জাতীয় পুরস্কারও। যদিও এত সম্মান, গ্ল্যামার দুনিয়ার ঝলকানি, কোনও কিছুর জন্যেই প্রস্তুত ছিলেন না জায়রা। ষোড়শীর দাবি, তিনি কোনও দিন ভাবেনইনি যে ছবিতে অভিনয় করবেন। অভিনেত্রী হওয়া তাঁর লক্ষ্য ছিল না। প্রসঙ্গত, এখনও তিনি তেমন ভাবে ছবি দেখেন না। জায়রা জানিয়েছেন, আসলে তিনি একটানা বসে কোনও ছবি দেখতেই পারেন না। তাঁর দেখা শেষ ছবি হল দঙ্গল। এমনকি আমিরের ছবিও তাঁর তেমন দেখা হয়ে ওঠেনি বলে জানান জায়রা। তবে এই ষোড়শীকেই এবার মিস্টার পারফেকশনিস্টেরই পরবর্তী ছবি সিক্রেট সুপারস্টার-এ দেখা যাবে। এবার অবশ্য তাঁদের সম্পর্কের সমীকরণ একেবারেই বদলে গিয়েছে বলে দাবি জায়রার। বরং সেটা অনেক গভীর হয়েছে বলে জানিয়েছেন কিশোরী। বরং তাঁরা এখন একটা পরিবারে পরিণত হয়েছেন। তবে এরপরও তিনি এই পেশায় থাকবেন কিনা, সেই নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি জায়রা। নিজেকে এখানে আর একটু ভেঙে-গড়ে তৈরি করতে পারলে, তিনি হয়তো থাকবেন ইন্ডাস্ট্রিতে । দঙ্গলের সাফল্যের পর স্টারডমের কোনও প্রভাব পড়েছে কিনা তাঁর কেরিয়ারের ওপর, সেপ্রসঙ্গে বলতে গিয়ে জায়রা বলেন, তাঁর জীবন একেবারেই স্বাভাবিক রয়েছে। বছর খানেক আগেও তিনি যেমন ভাবে কাজের পর বাড়ি ফিরতেন, আজও তেমন ভাবেই ফেরেন। সেই সমস্ত কাজই করেন, যা আগে করতেন। যে বদলেছে, সেটা হল মানুষের থেকে আজ তিনি অনেক ভালবাসা পান। আর আজ তিনি যা পেয়েছেন, তার সৌজন্যে রয়েছেন এই সাধারণ মানুষগুলোই।