মুম্বই: শিগগিরই ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন অমিতাভ বচ্চন। তাঁর আশা, নতুন প্রজন্মের পরিচালক, নায়ক নায়িকাদের সঙ্গে কাজ করে উপকৃত হবেন তিনি।
নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, তিনি পরিচালক অয়ন মুখোপাধ্যায় ও প্রোডাকশন টিমের সঙ্গে কাজ করছেন। তাঁদের সময়ে এভাবে কাজ হত না, নতুন প্রজন্মের সঙ্গে কাজ করতে তিনি খুশি ও সম্মানিত। এঁদের কাছ থেকে তিনি সেই সব জিনিস শিখতে পারবেন, যা তিনি জানেন না।
[embed]https://www.instagram.com/p/BjfozuNBouT/?utm_source=ig_embed[/embed]
বিগ বি বলেছেন, শ্যুটিংয়ের প্রথম দিন যাতে ঠিকমত সব উতরে যায়, তাই আলিয়া ও রণবীরের সঙ্গে রিহার্সাল করেছেন তিনি। আজ থেকে শুরু হওয়ার কথা শ্যুটিং।
[embed]https://www.instagram.com/p/BjpycyBBktG/?utm_source=ig_embed[/embed]
[embed]https://www.instagram.com/p/BjpyT-eBsSH/?utm_source=ig_embed[/embed]
অমিতাভ, রণবীর ও আলিয়া এই প্রথম এক সঙ্গে কাজ করছেন। ছবির প্রথম পর্ব মুক্তি পাবে আগামী বছর ১৫ অগাস্ট।
আলিয়া, রণবীরের কাছ থেকে শিখতে চাই, অমিতাভ বচ্চন
ABP Ananda, Web Desk
Updated at:
07 Jun 2018 02:10 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -