বলিউড অভিনেতাদের হেনস্থার ভিডিও ফাঁস, বেকায়দায় পড়ে সাফাই সাবার, ‘আমি সলমনকে ভালবাসি, শ্রদ্ধা করি’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Feb 2017 08:08 AM (IST)
মুম্বই: পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার বলিউডে সবে একটাই ছবি করেছেন ‘হিন্দি মিডিয়াম’, তাও মুক্তি পায়নি এখনও। কিন্তু তিনি এরমধ্যেই সকলের নজর কেড়েছেন, তবে ছবিতে তাঁর অভিনয় বা সৌন্দর্যের জন্যে নয়। ২০১৫ সালে তাঁর এক সাক্ষাত্কারের ভিডিও ভাইরাল হওয়ায়। ভিডিওতে তিনি বলিউডের বেশিরভাব অভিনেতাকে অশ্রাব্য ভাষায় হেনস্থা করেছেন। তারপরই সমালোচনার মুখে পড়েছেন সদ্য বলিউডে পা রাখতে আসা সাবা। এরপরই আগের মন্তব্য থেকে সম্পূর্ণ ইউ-টার্ন নিয়ে অভিনেত্রী দাবি করেছেন তিনি সলমনকে ভালবাসেন, শ্রদ্ধা করেন, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে সম্মান করেন। অভিনেত্রীর বক্তব্য, পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া ‘গুড মর্নিং জিন্দেগি’ আসলে একটি মজার শো। আর তিনি শুধুমাত্র সেইমুহূর্তে মজা করে বলিউডের বিভিন্ন অভিনেতা সম্পর্কে এমন মন্তব্য করেছিলেন। প্রসঙ্গত, দিন কয়েক আগে ওই শোয়ের কয়েকটি ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায়ে ভাইরাল হয়ে যায়। সেখানে সাবা সলমনকে ‘চিচোরা’ বলে আক্রমণ করেন। এমনকি সলমন নাচতে পারেন না, এমন মন্তব্যও করেন সাবা। তারপর হৃত্বিকের সঙ্গে ছবি করতে তিনি অস্বীকার করেন, কারণ তিনি দুই সন্তানের বাবা। ইমরান হাসমি সম্পর্কে সাবার মত, মুখের ক্যান্সার এড়াতে তিনি কখনও তাঁর সঙ্গে অভিনয় করবেন না। রণবীর কপূরের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে রাজি হলেও, পরে বলেন তিনি দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেম করছেন তাই সাবা তাঁর সঙ্গে অভিনয় করবেন। রীতেশ দেশমুখ সম্পর্কে সাবার মন্তব্য, তিনি সেদেশের এ-গ্রেড অভিনেত্রী, বলিউডের বি-গ্রেড অভিনেতার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করবেন না। আপাতত তিনি ইরফানের খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে অভিনয় করছেন।