মুম্বই: বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া। পরিচালক সঞ্জয় গাধভি (Sanjay Gadhvi) আকস্মিক প্রয়াণে হতভম্ব গোটা ইন্ডাস্ট্রি। শোকপ্রকাশ করলেন পরিচালকের 'ধুম' (Dhoom) অভিনেতা অভিষেক বচ্চনও (Abhishek Bachchan)। 


প্রয়াত 'ধুম' পরিচালক, শোকস্তব্ধ অভিনেতা অভিষেক বচ্চন


২০০৪ সালে মুক্তি পায় 'ধুম', ২০০৬ সালে 'ধুম ২'। দুই ছবিরই পরিচালক ছিলেন সঞ্জয় গাধভি। এই দুই ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। স্বভাবতই পরিচালকের প্রয়াণে অত্যন্ত শোকস্তব্ধ অভিনেতা। তাঁর স্মরণে লিখলেন খোলা চিঠি। ছবির সেট থেকে একাধিক অদেখা ছবি শেয়ার করে অভিনেতা জানান যে গত সপ্তাহেও তাঁর সঙ্গে কথা হয় পরিচালকের। 


একগুচ্ছ ছবি শেয়ার করে অভিষেক বচ্চন লেখেন, 'আমি সঞ্জয়ের এই ছবিটা তুলেছিলাম যখন দক্ষিণ আফ্রিকায় আমরা 'ধুম ২' ছবির ক্লাইম্যাক্স শ্যুট করছিলাম। আমরা একসঙ্গে দুটি ছবিতে কাজ করেছি - 'ধুম' ও 'ধুম ২'। সঞ্জু, গত সপ্তাহেও যখন তোমার সঙ্গে কথা হল এবং আমরা একসঙ্গে শ্যুটিংয়ের বিভিন্ন মুহূর্ত মনে করছিলাম, আমি আমার দুঃস্বপ্নেও কখনও কল্পনা করতে পারিনি যে এমন একটা পোস্ট লিখতে হবে। আমি ভীষণভাবেই হতবাক। তুমি আমাকে সেই সময় বিশ্বাস করেছিলে যখন আমার নিজেরই নিজের ওপর আস্থা ছিল না। তুমি আমাকে আমার প্রথম হিট ছবি দিয়েছিলে। আমি কখনও সেই অনুভূতি ব্যক্ত করতে পারব না বা বোঝাতে পারব না এটা আমার জন্য কতটা। আমি চিরকাল আমাদের বন্ধুত্ব উপভোগ করব। শান্তিতে ঘুমাও আমার ভাই।'


 






যশ রাজ ফিল্মস প্রযোজিত 'ধুম' ছবিটি বক্স অফিস হিট হিসেবে ঘোষিত হয়েছিল। অভিষেক ছাড়াও এই ছবিতে জন আব্রাহাম, উদয় চোপড়া ছিলেন। এরপর ওই ফ্র্যাঞ্চাইজির আরও দুটি ছবি মুক্তি পায়। 


আরও পড়ুন: Nondini Chatterjee: শাড়ির বদলে পরনে মনোকিনি! অচেনা লুকে নন্দিনী চট্টোপাধ্যায়, কী প্রতিক্রিয়া নেটিজেনদের?


সূত্রের খবর, ১৯ নভেম্বর সকাল ৯টা ৩০মিনিট নাগাদ মৃত্যু হয়েছে পরিচালকের। সংবাদ সংস্থা পিটিআইকে সঞ্জয়ের বর মেয়ে সঞ্জিনা জানিয়েছেন, তাঁরা অনুমান করছেন হয়তো হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে সঞ্জয়ের। ২০০০ সালে পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সঞ্জয় গাধভি। যশ রাজ ফিল্মসের সঙ্গে তাঁর প্রথম ছবি তৈরি হয়েছিল ২০০২ সালে। ওয়াইআরএফ- এর ব্যানারে 'মেরে ইয়ার কি শাদি হ্যায়' ছবির পরিচালক ছিলেন তিনি। জিমি শেরগিল, উদয় চোপড়া, বিপাশা বসু, টিউলিপ যোশী, শমিতা শেট্টি, সৌরভ শুক্লা-সহ একঝাঁক নামিদামি শিল্পীকে অভিনয় করতে দেখা গিয়েছিল এই ছবিতে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y